
প্রশ্ন
আমি এক ওয়াজে শুনেছি যে, হাদীস শরীফে আছে, আখেরী যমানায় হজ্ব হবে ভ্রমণ ও চিত্ত বিনোদনের উদ্দেশ্যে। জানার বিষয় হল, হাদীস শরীফে কি এমন কথা আছে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
একটি অতি দুর্বল বর্ণনায় আছে যে, মানুষের উপর এমন একটি সময় আসবে যখন উম্মতের উচ্চ বিত্তরা হজ্ব করবে (ভ্রমণ) আনন্দ উপভোগের জন্য, মধ্যবিত্তরা হজ্ব করবে ব্যবসার জন্য, শিক্ষিতরা করবে সুনাম-সুখ্যাতি অর্জনের জন্য এবং গরীবরা করবে ভিক্ষার জন্য।
- والله اعلم باالصواب -
সুত্র
- তারীখে বাগদাদ, খন্ড: ১০, পৃষ্ঠা: ২৯৬
- আলইলালুল মুতানাহিয়াহ, খন্ড: ২, পৃষ্ঠা: ৫৬৫
আনুষঙ্গিক ফতোয়া
- নফল হজ্জ আদায়ের পর পুনরায় ফরয হজ্জ আদায়
- নিজে হজ্জ করে নাই এমন ব্যক্তির জন্য বদলী হজ্জ করা
- পেনশনের টাকা দ্বারা হজ্জ করা
- পিতার ওসীয়্যতের কারণে হজ্জ ফরয না হওয়া সত্ত্বেও বদলী হজ্জ আদায়
- বর্তমান পরিস্হিতিতে হজ্জে মাকবুলের সূরত
- গায়রে মাহরামের সাথে হজ্জের সফর করা
- বদলী হজ্জের জন্য উপযুক্ত ব্যক্তি
- সাফা-মারওয়া সাঈ না করে হজ্জ পালন করা