
প্রশ্ন
জনৈক ব্যক্তি হজ্বে যাওয়ার উদ্দেশ্যে এ বছর হজ্ব এজেন্সীর কাছে টাকা জমা করেছিলেন। গত সপ্তাহে হঠাৎ তার ইন্তেকাল হয়ে যায়। এখন জানতে চাই, তার পক্ষ থেকে বদলী হজ্বের জন্য প্রেরণ করা জরুরি কি না? ওয়ারিসগণ কাউকে দিয়ে বদলী হজ্ব না করিয়ে এ টাকা নিজেরা নিতে পারবে কি না? প্রকাশ থাকে যে, মৃত ব্যক্তি হজ্ব করার ব্যাপারে কোনো ওসিয়ত করে যাননি।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নোক্ত ক্ষেত্রে ওয়ারিসদের উপর মৃতের পক্ষ থেকে বদলী হজ্ব করানো জরুরি নয়। ওয়ারিসগণ মৃতের সকল পরিত্যক্ত সম্পদের এমনকি হজ্ব এজেন্সির নিকট জমা দেওয়া ঐ টাকারও মালিক হয়ে গেছে। অবশ্য সকল ওয়ারিশ স্বতঃস্ফূর্তভাবে চাইলে মৃতের পক্ষ থেকে বদলী হজ্ব করাতে পারে। তবে ওয়ারিশদের মধ্যে নাবালেগ থাকলে এক্ষেত্রে তার সম্পদ নেওয়া যাবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- রদ্দুল মুহতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৫৯৯
- ফাতহুল কাদীর, খন্ড: ৩, পৃষ্ঠা: ৭৭
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৩০৮
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৫৭
আনুষঙ্গিক ফতোয়া
- কাবা দেখলে বা উমরা করলে কি হজ্ব ফরয হয়
- মক্কায় অবস্থানরত ব্যক্তির দ্বারা বদলি হজ্ব করানো
- মহিলাদের হজ্বের সফরের জন্য মাহরাম না থাকলে করণীয় কি
- বদলি হজ্জ ও ফরয হজ্জের পার্থক্য
- হজের মধ্যে মাসিক শুরু হয়ে গেলে করণীয়
- অনেক জমির মালিকের হজ্জের অর্থ না থাকলে করণীয়
- নিজে হজ্জ করে নাই এমন ব্যক্তির জন্য বদলী হজ্জ করা
- মান্নতের হজের দ্বারা ফরয হজ্ব আদায়