
প্রশ্ন
এক ব্যক্তি হজ্বের তাওয়াফ মারওয়া থেকে শুরু করেছে শেষ করেছে সাফাতে। তার করণীয় কী? পরে পৃথকভাবে একটি চক্কর করে নিলে কি চলবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, আরেকটি চক্কর করে নিলেই চলবে। আর এক্ষেত্রে কোনো জরিমানা আসবে না। কিন্তু যদি আরেকটি চক্কর করা না হয় তাহলে জরিমানা হিসেবে দম ওয়াজিব হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- গুনইয়াতুন নাসিক, পৃষ্ঠা: ১৩১
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৫১৪
- বাদায়েউস সানায়ে, খন্ড: ২, পৃষ্ঠা: ৩১৯
- মানাসিক, পৃষ্ঠা: ১৭৫
আনুষঙ্গিক ফতোয়া
- সাফা-মারওয়া সাঈ না করে হজ্জ পালন করা
- মদিনা থেকে হজ্বের ইহরাম করলে তাওয়াফে কুদূম
- তামাত্তু হজ্বের ইহরাম দ্বারা নফল তাওয়াফ করা
- হজের মধ্যে মাসিক শুরু হয়ে গেলে করণীয়
- মহিলাদের জন্য রমল করা
- তাওয়াফে বিদা না করে দেশে চলে এলে করণীয়
- হজ্জের ফরয, ওয়াজিব, সুন্নাত ও মুস্তাহাব
- অসুস্থতার দরুন তাওয়াফে যিয়ারত সম্পন্ন করতে না পারলে করণীয়