হজ্জ Fatwa Cover

হজ্বের মধ্যে যদি কেউ ১১ তারিখে কুরবানী করে এবং ১১ তারিখেই হালাল হয়ে যাওয়া

মাসিক আল কাউসারহজ্জ


প্রশ্ন

হজ্বের মধ্যে যদি কেউ ১১ তারিখে কুরবানী করে এবং ১১ তারিখেই হালাল হয়ে যায় তাহলে তার উপর দম ওয়াজিব হবে কি?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

না, এগারো তারিখ কুরবানী করার পর হালাল হলে দম দিতে হবে না। কারণ যিলহজ্বের ১০ থেকে ১২ তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত তিন দিনের যেকোনো দিন কুরবানী করা যায়। তবে যে দিনই কুরবানী করুক কুরবানীর আগে মাথা মুন্ডানো যাবে না। কুরবানীর পর মাথার চুল মুন্ডিয়ে বা ছেঁটে হালাল হতে পারবে।

- والله اعلم باالصواب -

সুত্র

  • গুনইয়াতুন নাসিক, পৃষ্ঠা: ১৭৫
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৫৩৮