
প্রশ্ন
হজ্বে মাবরূর ও হজ্বে মাকবূলের মাঝে পার্থক্য কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হজ্বে মাবরূর বলা হয়, যাতে এমন কোন কাজ করা হয়নি, যার কারণে হজ্বকারীর উপর কোন জরিমানা তথা দম বা কাফফারা আবশ্যক হয়। আর হজ্বে মাকবূল বলা হয়, ঐ হজ্বকে যেটিকে আল্লাহ তাআলা কবুল করেছেন। কখনো হজ্ব মাবরূর হয়েও তা মাকবূল না হতে পারে। যেমন হারাম টাকা দিয়ে হজ্ব করলে তা মাবরূর হলেও মাকবূল হয় না। আবার হজ্ব মাবরূর হয়েও তা মাকবূল হতে পারে।
- والله اعلم باالصواب -
সুত্র
- اوجز المسالك, খন্ড: ৩, পৃষ্ঠা: ৩৯২
- رد المحتار, খন্ড: ৩, পৃষ্ঠা: ৪৫৩
আনুষঙ্গিক ফতোয়া
- বর্তমান পরিস্হিতিতে হজ্জে মাকবুলের সূরত
- মান্নতের হজের দ্বারা ফরয হজ্ব আদায়
- সামর্থ না থাকা অবস্থায় হজ্ব আদায় করে ফেলে পরবর্তীতে সামর্থ হলেও হজ্ব আবশ্যক হয় কি
- মায়ের দিকে রহমতের দৃষ্টিতে তাকালে কবুল হজ্বের সওয়াব হয়
- বদলি হজ্জ ও ফরয হজ্জের পার্থক্য
- বদলী হজ্বের উদ্দেশ্যে ইহরাম বেঁধে মক্কায় যাওয়ার পর হজে তামাত্তু করা
- হাদিয়ার টাকায় হজ্জ করার দ্বারা ফরজ হজ্জ আদায় হয় কিনা?
- বদলী হজ্জের ক্ষেত্রে প্রেরণকারী কথা অমান্য করে তামাত্তু বা ইফরাদ হজ্জ করা