
প্রশ্ন
আমার জানা মতে জামা‘আতের নামাযে ইকামতে ‘হাইয়্যা আলাস সালাহ’ বলার সময় দাঁড়ানো মুস্তাহাব। তবে দেখা যায়, অনেক ইমামই ইকামতের পূর্বে দাঁড়ান এবং মুসল্লিদেরকেও দাঁড়িয়ে কাতার ঠিক করতে বলেন। অথচ মুস্তাহাবের উপর কোনই আমল করেন না। এখন আমাদের করণীয় কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মুক্তাদিরা পূর্ব থেকে কাতার সোজা করে বসে থাকলে মুয়াযযিন সাহেবের ‘হাইয়্যা আলাস সালাহ’ বলার সময় উঠে দাড়ানোর অনুমতি আছে। তবে এটা কোন জরুরী বা সুন্নাত আমল নয়। আর পূর্ব থেকে কাতার সোজা না করে বসা থাকলে কাতার সোজা করা যেহেতু জরুরী তাই কাতার সোজা করার লক্ষ্যে ইকামত শুরু করার সাথে সাথে দাঁড়িয়ে কাতার সোজা করে নিতে হবে। এটাই সহীহ নিয়ম। কারণ, প্রিয় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম কাতার সোজা করার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। অনুরূপভাবে সাহাবায়ে কিরামও অত্যন্ত গুরুত্ব সহকারে কাতার সোজা করার প্রতি লক্ষ্য রাখতেন। এমনকি অনেক সাহাবায়ে কিরাম কাতার সোজা না হওয়া পর্যন্ত ইকামত শুরু করতে বলতেন না।
- والله اعلم باالصواب -
সুত্র
- তিরমিযী শরীফ, খন্ড: ১, পৃষ্ঠা: ৫২
- আদদুররুল মুখতার, খন্ড: ১, পৃষ্ঠা: ৪৭৯
- ফাতাওয়া দারুল উলুম, খন্ড: ২, পৃষ্ঠা: ১১২
- আহসানুল ফাতাওয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৩০২
আনুষঙ্গিক ফতোয়া
- উপরের তলায় দাঁড়ানো মুসল্লিগণ যদি ইমামের সামনে দাঁড়ায় তাহলে নামায হবে কি
- ঝড় তুফানের সময় আযান দেওয়া
- ইমামের মেহরাব ছেড়ে দাঁড়ানো
- হাই কমোডের সিট ধোয়ার সময় (স্প্রে বা মগ দিয়ে) পানির ছিটা তা কি নাপাক
- পিছনের কাতারে একাকী দাঁড়ানো।
- সুন্নাত তরীকার খেলাফ নামায পড়া
- মুরগী জবাই করার সময় আল্লাহু আকবার বলা এবং উত্তর-দক্ষিণ দিকে দাঁড়ানো
- ইমাম সাহেবের মেহরাব ব্যতীত অন্যস্থানে দাঁড়ানো