
প্রশ্ন
বিবাহে আমার মোহর ধার্য করা হয়েছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা। বিবাহ হয়েছে প্রায় ২ বছর আগে। মোহর বাবদ কোনো টাকা আমাকে আমার স্বামী দেয়নি। প্রশ্ন হল, মোহরের টাকা হাতে না আসলেও বছর অতিবাহিত হওয়ার কারণে ধার্যকৃত মোহরের উপর যাকাত ফরয হবে কি না? জানালে উপকৃত হব।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
না, মোহর হস্তগত না হওয়া পর্যন্ত আপনাকে এর যাকাত দিতে হবে না; বরং হস্তগত হওয়ার পরই তা যাকাতযোগ্য সম্পদ বলে গণ্য হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- কিতাবুল আসল, খন্ড: ২, পৃষ্ঠা: ৯০
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৫২
- রদ্দুল মুহতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৩০৬
- ফাতহুল কাদীর, খন্ড: ২, পৃষ্ঠা: ১২৩
- বাদায়েউস সানায়ে, খন্ড: ২, পৃষ্ঠা: ৯০
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ২০৭
আনুষঙ্গিক ফতোয়া
- মোহর আদায় করলে যদি যাকাতের নেসাব থেকে কমে যায় সেক্ষেত্রে করণীয়
- হজ্জের জন্য জমাকৃত টাকার উপর যাকাত
- সুদের টাকার উপর যাকাত
- নিত্য পণ্য, টাকা, ডিপিএস, সুদী টাকার উপর যাকাত
- যাকাত আদায়ের সময়ে হাতে আসা অতিরিক্ত টাকারও কি যাকাত দিতে হবে
- হজ্জের জন্য সংগৃহীত টাকার উপর যাকাত
- ভাড়া বাসার এডভান্সের যাকাত কার উপর আবশ্যক
- ঋণের টাকার উপর আসা যাকাতে আদায়ের নিয়ম