
প্রশ্ন
জনৈক মহিলা হায়েয ও নিফাসের করণে বিগত ৭/৮ বছর কিছু রোযা রাখতে পারেনি এবং কোন বছরের কয়টি রোযা অনাদায়ী রয়েছে তাও স্মরণ নেই। এখন এ রোযাগুলো কীভাবে আদায় করা হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ঐ মহিলা হায়েয ও নেফাস সাধারণত যতদিন থাকে ততদিন হিসাব করে পেছনের বছরের রোযা কাযা করবে। যদি একেক মাসে একেক রকম হয় তাহলে সতর্কতামূলক অধিক দিন ধরে হিসাব করবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- হাশিয়াতুত তাহতাবী আলালমারাকী, পৃষ্ঠা: ২৪৩
- রদ্দুল মুহতার, খন্ড: ২, পৃষ্ঠা: ৭৬
আনুষঙ্গিক ফতোয়া
- হায়েয-নেফাস অবস্থায় নামায ও রোযার হুকুম
- হায়েয-নেফাসের সময় বিভিন্ন দু‘আ কালাম পড়া
- রমযান মাসে মহিলারা হায়েয-নেফাস অবস্থায় করণীয়
- হায়েয-নেফাস অবস্থায় নেইল পালিশ ইত্যাদি ব্যবহার করা
- সন্তান প্রসবের পর নেফাসের রক্ত বের না হলেও কি গোসল করা আবশ্যক
- রামাযান মাসে ঔষধ সেবন করে হায়েজ বন্ধ রাখা
- অসুস্থতার কারণে সুন্নত ছুটে গেলে করনীয়
- অসুস্থতার কারণে রোযা না রাখা