বিবিধ Fatwa Cover

হাশরের ময়দানে সর্বপ্রথম যাকে বস্ত্র পরিধান করানো হবে

মাসিক আল কাউসারবিবিধ


প্রশ্ন

হাশরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। এদের মধ্যে সর্বপ্রথম কাকে বস্ত্র পরিধান করানো হবে?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হযরত আবদুল্লাহ ইবনে আববাস রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম ইবরাহীম আ.কে বস্ত্র পরিধান করানো হবে।

- والله اعلم باالصواب -

সুত্র

  • সহীহ বুখারী, হাদীস নম্বর: ৩,৩৪৯
  • সহীহ মুসলিম, হাদীস নম্বর: ২৮৬