
প্রশ্ন
মহিলারা হায়েযের অবস্থায় তাসবীহ-তাহলীল, যিকির-আযকার করতে পারবে কি-না ?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হায়েযের অবস্থায় নামায ও তিলাওয়াত ব্যতীত যিকির-আযকার, দরূদ শরীফ, ওযীফা পড়তে পারবে, কোন নিষেধ নেই। বরং মহিলাদের জন্য মুস্তাহাব যে, প্রত্যেক নামাযের সময় উযু করে জায়নামাযে বসে নামায পড়ার সময় পরিামাণ ওযীফা, দু‘আ, দরূদ ও ইস্তিগফার পড়া। এতে তার আমলনামায় হাজার রাকা‘আত নামাযের সওয়াব লিখা হয়, সত্তর হাজার গুনাহ মাফ হয়, মর্যাদা বেড়ে যায় এরং ইস্তিগফারের প্রত্যেক শব্দের বিনিময়ে একটি করে নূর লাভ হয়, আর শরীরের প্রত্যেক ফোঁটা রক্তের বদলে হজ্জ ও ওমরার সওয়াব লিথা হয়।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া রহীমিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১৯৬
- আহসানুল ফাতাওয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৭৭
- বরাতে মাজালিসুল আবরার, পৃষ্ঠা: ৫৬৭
আনুষঙ্গিক ফতোয়া
- হায়েয অবস্থায় ইহরাম বাঁধা
- মসজিদে বসে ইজতিমায়ীভাবে উচ্চস্বরে যিকির করা
- হায়েয অবস্থায় কুরআন তিলাওয়াতের হুকুম
- মাইকে শবীনা, যিকির ও ওয়ায করার শরয়ী বিধান
- রমযান মাসে মহিলারা হায়েয-নেফাস অবস্থায় করণীয়
- ওযুর প্রয়োজন নেই এমন আমলের জন্য পানি থাকা অবস্থায় তায়াম্মুম করা
- “এমনভাবে যিকির কর যেন লোকে তোমাকে পাগল বলে”
- হায়েয-নেফাস অবস্থায় নেইল পালিশ ইত্যাদি ব্যবহার করা