হজ্জ Fatwa Cover

হায়েয অবস্থায় ইহরাম বাঁধা

ইসলামী জিন্দেগীহজ্জ


প্রশ্ন

আমার ফ্লাইট ২০ তারিখে। সে সময় আমি হায়েয় অবস্থায় থাকবো। এমতাবস্থায় ইহরামের নিয়্যত বেধে রওয়ানা দিলে আমি তো উমরা করতে পারবো না। এই অবস্থায় ৬ দিন পর আবার হজ্জের ইহরাম কিভাবে বাঁধবো?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আপনি যদি আগে মক্কা যেতে চান, তাহলে আপনি শুধু হজ্জের ইহরাম বেঁধে যাবেন। সেখানে গিয়ে মক্কা শরীফের বাড়ীতে পাক হওয়া পর্যন্ত যিকির-আযকার করতে থাকবেন। আর যদি আগে মদীনায় যান তাহলে মদীনা থেকে ফেরার পথে ইহরাম বেঁধে আসবেন।

- والله اعلم باالصواب -

সুত্র

  • মা’আরিফুস সুনান, খন্ড: , পৃষ্ঠা: ৩৬২
  • معارف السنن, খন্ড: , পৃষ্ঠা: ৩৬২