
প্রশ্ন
পূর্ণবয়স্কা মহিলার বিবাহ হচ্ছে না এমতাবস্থায় এক ব্যক্তির পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসল। শর্ত হল তাকে কুরআন পাঠ করে শুনাতে হবে। উল্লেখ্য যে, মহিলা ঐ সময় হায়েয অবস্থায় ছিল। অপারগ হয়ে হায়েয অবস্থায় মহিলা কুরআন পাঠ করে শুনিয়েছে। এটা শরী‘আতের দৃষ্টিতে কেমন হয়েছে এবং এখন এর জন্য কি করণীয় ?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হায়েয অবস্থায় কুরআন শরীফ তিলাওয়াত নাজায়িয। সুতরাং উক্ত মেয়ের জন্য কুরআন পড়ে শুনানো জায়িয হয়নি। বরং তার জন্য উচিত ছিল যে, হয়তো এ অসুস্থতা বা উজরের কথা উল্লেখ করে সময় নেয়া, অথবা আয়াতুল কুরসী বা এরূপ অন্য কোন দু‘আ কিংবা এরূপ আয়াত বা হাদীসে ওজীফা হিসেবে পড়ার নির্দেশ এসেছে। তা দু‘আর নিয়্যতে পড়ে শুনিয়ে দেয়া, তিলাওয়াতের নিয়্যতে নয়। এখন উক্ত মেয়েটি আল্লাহর নিকট কান্নাকাটি করে খালিস দিলে তওবা করে নিবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- শামী, খন্ড: ১, পৃষ্ঠা: ২৯৩
- আহসানুল ফাতাওয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৬৭
আনুষঙ্গিক ফতোয়া
- আযানের সময় তিলাওয়াত
- নামাযে কুরআন তিলাওয়াতে আজেবাজে চিন্তা আসলে করণীয়
- তেলোয়াতরত অবস্থায় আযানের উত্তর দিতে হবে কিনা
- হায়েযের অবস্থায় যিকির-আযকার
- কবরের নিকট কুরআন মজিদ তেলোয়াত
- মোবাইল, কম্পিউটার স্ক্রীণে থাকা কুরআন কারীমের আয়াত কি অজু ছাড়া ধরা
- নফল নামাযে উচ্চঃস্বরে কুরআন তিলাওয়াত
- কুরআন তিলাওয়াতের সময় প্রচলিত ভুলসমূহ