
প্রশ্ন
মেয়েদের হায়েয-নেফাসের সময় এই আমলগুলো করা যায় কিনা। যেমন- তিন কুল পড়ে শয়নের সময় শরীরে ফুক দেয়া। আয়াতুল কুরসী পাঠ করা, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা আল ইমরানের ১৭-১৮ ও ২৬-২৭ আয়াত ও তওবার শেষের ২ আয়াত পাঠ করা ইত্যাদি।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
যদি কোন মহিলার হায়েয-নেফাসের সময় শয়ন কালে আয়াতুল কুরসী, তিন কুল ইত্যাদি এবং অন্যান্য দু‘আ বা এরূপ অন্য কোন আয়াত বালা মুসীবত থেকে মুক্তি ও হিফাজতের উদ্দেশ্যে পড়তে চায় তাহলে পড়তে পারবে। কিন্তু তিলাওয়াতের নিয়্যতে উপরোক্ত অবস্থায় ছোট একখানা আয়াত পড়াও নাজায়িয।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া শামী, খন্ড: ১, পৃষ্ঠা: ২৯৩
- হিদায়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৬৪
- আহসানুল ফাতাওয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৬৮
- ফাতাওয়া দারুল উলুম, খন্ড: ১, পৃষ্ঠা: ২৫৮
- দুররে মুখতার, খন্ড: ১, পৃষ্ঠা: ২৯৩
আনুষঙ্গিক ফতোয়া
- হায়েয-নেফাস অবস্থায় নামায ও রোযার হুকুম
- রমযান মাসে মহিলারা হায়েয-নেফাস অবস্থায় করণীয়
- হায়েজ-নেফাসের কারণে ছুটে যাওয়া রোজা
- হায়েয-নেফাস অবস্থায় নেইল পালিশ ইত্যাদি ব্যবহার করা
- আযানের পর হাত উঠিয়ে দু‘আ করা
- হায়েয অবস্থায় কুরআন তিলাওয়াতের হুকুম
- অসময়ে গর্ভপাতের পর রক্তপাতের হুকুম
- জানাযার নামাযের পর একত্রিত হওয়া, দু‘আ করা