
প্রশ্ন
এমন কোন লোক যে, পুরুষও নয়, মহিলাও নয়। সে মারা গেলে তার কাফনে কয়টা কাপড় লাগবে এবং কোন নিয়মে তাকে কাফন-দাফন করতে হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
যে ব্যক্তি পুরুষও নয়, মহিলাও নয় এমন ব্যক্তি মারা গেলে, মহিলাদের কাফনের জন্য যেমন পাঁচটি কাপড় লাগে, তেমনিভাবে তার কাফনের জন্যও পাঁচটি কাপড় লাগবে। এমনিভাবে মহিলাদের যে তারতীবে কাফন-দাফন করা হয়, তাদেরকেও সেই তারতীবে কাফন-দাফন করতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া শামী, খন্ড: ২, পৃষ্ঠা: ২০২
আনুষঙ্গিক ফতোয়া
- স্বামী স্ত্রীকে ও স্ত্রী স্বামীকে কাফন-দাফন দেয়া
- মাইয়েতের গোসল, কাফন-দাফন, জানাযা ইত্যাদি বিলম্ব করা
- যৌনকর্মীর দাফন-কাফন
- জানাযা ও দাফনে শরী‘আত গর্হিত কাজ
- মৃত অবস্থায় জন্ম বা জন্মের পর মৃত্যুতে জানাযা ও দাফন-কাফন
- হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর দাফনে বিলম্ব
- মায়্যেতকে দাফন করার পর তার কবরে কিছু সরিষা দানা ছিটানো চার কোণে বিভিন্ন সুরা পাঠ করা
- হিজড়াদের বিষয়ে ইসলামী শরীয়তে কোন বিধান নেই