কুরবানী ও আকিকা Fatwa Cover

হিন্দু বা অন্যান্য বিধর্মীকেও কুরবানীর গোশত দেওয়া

মাসিক আল কাউসারকুরবানী ও আকিকা


প্রশ্ন

আমাদের এলাকায় কিছু হিন্দু পড়শী আছে, যারা কুরবানীর গোশত নিতে চায়। তাদেরকে কুরবানীর গোশত দেওয়া যাবে কি না?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, হিন্দু বা অন্যান্য বিধর্মীকেও কুরবানীর গোশত দেওয়া জায়েয। হাসান বসরী রাহ. ও ফকীহ ইবরাহীম ইবনে খালেদ আবু ছাওর রাহ. বিধর্মীকে কুরবানীর গোশত দেওয়া জায়েয বলেছেন।

- والله اعلم باالصواب -

সুত্র

  • ফিকহুল ইমাম আবু ছাওর, পৃষ্ঠা: ৪০২
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩০০