
হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মৃত ব্যক্তির নামে কুরবানী করা
ইসলামী জিন্দেগী•কুরবানী ও আকিকা•
প্রশ্ন
ক. আমাদের দেশের মানুষ দারিদ্রতার কারণে ৪০ জন মিলে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নামে কুরবানী দেয়। এরুপ শতাধিক শরীকও দেয়। তা বৈধ কি-না? খ. মৃত পিতার জন্য পৃথক চার ভাই মিলে, একটি ছাগল কুরবানী দেয়া জায়িয কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
অন্য ব্যক্তির নামে যদি একাধিক ব্যক্তি মিলে নফল কুবরানী দেয়, যেমনঃ কয়েকজন মিলে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নামে, অথবা মৃত বা জীবিত পিতা-মাতার নামে নফল কুরবানী দেয়, তাহলে কয়েকজন মিলে একটা বকরী বা গরু, মহিষ বা উটের এক সপ্তাংশে শরীক হয়ে কুরবানী করলে, তা জায়িয আছে। সুতরাং ৪০ বা ততোধিক ব্যক্তির এরুপ কুরবানী করাও জায়িয হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া রহীমিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৯০
- ফাতাওয়া শামী, খন্ড: ৫, পৃষ্ঠা: ২৩৬
আনুষঙ্গিক ফতোয়া
- হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর দাফনে বিলম্ব
- হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর জানাযার ইমামতি
- মৃত ব্যক্তির নামে কুরবানী দিলে উক্ত গোস্ত আত্মীয়রা খেতে পারবে কি
- সাতজনে মিলে এক বকরীতে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে কুরবানী দেয়ার হুকুম কী
- হুজুর শব্দের ইতিবৃত্তান্ত
- রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ঘামের সুবাস
- নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখনো জীবিত?
- তিলাওয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সালাম-এর নাম এলে দুরুদ পড়া