
প্রশ্ন
চার রাকা‘আতওয়ালা ফরজ ও সুন্নাত নামাযের প্রথম বৈঠকে তাশাহহুদের পরে দরূদ শরীফ দু‘আয়ে মাসূরা ইত্যাদি পড়তে হবে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
নির্ভরযোগ্য ফাতাওয়ার গ্রন্থাদিতে চার রাকা‘আত বিশিষ্ট ফরজ, ওয়াজিব ও সুন্নাতে মু‘আক্কাদাহ্ নামাযের প্রথম বৈঠকে শুধুমাত্র তাশাহহুদ পড়ার নির্দেশই বিধৃত হয়েছে। দরূদ শরীফ, দূ‘আয়ে মাসূরা ইত্যাদি পড়া যাবে না বলে স্পষ্ট বর্ণনা রয়েছে। তবে সুন্নাতে গাইরে-মু‘আক্কাদাহ্ যেমন- আসর ও ইশার পূর্বে দু’রাকা‘আত বা চার রাকা‘আত সুন্নাতে গাইরে-মু‘আক্কাদাহ পড়ার জন্য উম্মতকে উত্সাহিত করা হয়েছে। উক্ত চার রাকা‘আতওয়ালা নামাযের প্রথম বৈঠকে তাশাহহুদের পর দরূদ শরীফ ও দু‘আয়ে মাসূরা পড়ে শুধু সালাম বাকী রেখে দাঁড়িয়ে যাবে। অতঃপর পুনঃ সানা আউযুবিল্লাহ্ পড়ে পরবর্তী দু’রাকা‘আত আদায় করবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- আদদুররুল মুখতার, খন্ড: ২, পৃষ্ঠা: ১৬
- আল-বাহরুর রায়িক, খন্ড: ১, পৃষ্ঠা: ৩২৭
- ফাতাওয়া দারুল উলূম, খন্ড: ৪, পৃষ্ঠা: ২৩১
- আহসানুল ফাতাওয়া, খন্ড: ৩, পৃষ্ঠা: ৪৯০
- মাজমুআতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২৩৭
আনুষঙ্গিক ফতোয়া
- সুন্নাতে মু‘আক্কাদা নামাযের প্রথম বৈঠকে তাশাহহুদের পর দরূদ ও দু‘আ পড়ে ফেললে
- তারাবির নামাজে তাশাহুদের পর দুরুদ ও দোয়া পড়া
- দরূদ শরীফ ও দু‘আয়ে মাসূরা পড়া
- ইমামের প্রথম ও শেষ বৈঠকে মাসবূক কি পড়বে?
- ইমামের সালাম ফেরানোর আগেই মুক্তাদির তাশাহহুদ, দরূদ ও দুআ সমাপ্ত হয়ে গেলে করণীয়
- প্রথম বৈঠকে দরূদ পাঠ ও সিজদায়ে সাহু
- দুই রাকাত বিশিষ্ট নামাযে তাশাহুদের পর দাঁড়িয়ে গেলে করণীয়
- চার রাকাত বিশিষ্ট নামাযে প্রথম বৈঠকে তাশাহুদের পর দরূদ ও দুআয়ে মাসুরা পড়ে ফেললে হুকুম কি