
প্রশ্ন
আমাদের এলাকার একজন আলেম সালাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে ‘আসসালামু কাবলাল কালাম’ কথাটিকে হাদীস হিসেবে উল্লেখ করেছেন। আসলেও কি কথাটি হাদীস? হাদীস হলে তা কোন কিতাবে আছে উদ্ধৃতিসহ জানানোর অনুরোধ রইল।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
উক্ত বাক্যটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহীহ সনদে (বিশুদ্ধ সূত্রে) প্রমাণিত নয়। ইমাম তিরমিযী রাহ. তাঁর জামে তিরমিযীতে উক্ত বাক্যটি উল্লেখ করার পর বলেন, هذا حديث منكر অর্থাৎ এটি মুনকার রেওয়ায়েত। অতএব বাক্যটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নামে সহীহ হাদীস হিসেবে বলা যাবে না। তবে সাধারণ আরবী বাক্য হিসেবে বলা যাবে। উল্লেখ্য, প্রশ্নোক্ত বাক্যটি হাদীস না হলেও সাক্ষাতের সময় প্রথমে সালাম দেওয়ার বিষয়টি শরীয়তের অন্যান্য দলিল দ্বারা প্রমাণিত।
- والله اعلم باالصواب -
সুত্র
- কাশফুল খাফা, খন্ড: ১, পৃষ্ঠা: ৪০২
- আলকামিল ফিযযুআফা, ইবনে আদী, খন্ড: ৬, পৃষ্ঠা: ২০৪
- আলফুতুহাতুর রব্বানিয়া, খন্ড: ৫, পৃষ্ঠা: ৩২৪
- আততালখীসুল হাবীর, খন্ড: ৪, পৃষ্ঠা: ১,৯২১
- জামে তিরমিযী, হাদীস নম্বর: ২,৮৪২
আনুষঙ্গিক ফতোয়া
- কাবলাল জুমআর মাসআলা
- “আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ” বলার হুকুম
- খালি ঘরে প্রবেশের সময় সালাম দেওয়া
- যে ব্যক্তি যিকির করতে করতে নিজ জিহবা তরতাজা রাখবে সে হাসতে হাসতে জান্নাতে যাবে” এ বক্তব্যটি হাদীস কি না
- আজানের আগে আসসালামু আলাইকা ইয়ারাসূল্লাহ বলার হুকুম কি
- হাঁচি ও হাই আসলে করণীয় কি
- কাবলাল জুমআ চার রাকাত নামাযের পক্ষে কি কোন দলীল নেই
- বুকের উপর হাত বাঁধা