
“তুমি মোবাইল ধরলে তালাক পাইবে” বলার পর মোবাইল ধরলে তালাক পতিত হবে কি
আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিস•বিবাহ-তালাক•
প্রশ্ন
করিম সাহেব তার স্ত্রীকে এই মর্মে নিষেধ করেছেন যে, আজ থেকে তুমি যদি মোবাইল স্পর্শ কর, তাহলে তুমি আমার কাছ থেকে তালাক পাইবে। (করিম সাহেব রহিম সাহেব কে সাক্ষী রাখিয়াছে) এমতাবস্থায় যদি করিম সাহেবের স্ত্রী মোবাইল স্পর্শ করে তাহলে করিম সাহেবের স্ত্রীর উপর তালাক পতিত হইবে কি না?
বিষয়টি পরিস্কার হবার জন্য তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের পক্ষ থেকে জানতে চাওয়া হয়- । কয়েকটি বিষয় পরিস্কার করে লিখার অনুরোধ থাকবে। ১. মোবাইল স্পর্শ করলে তুমি তালাক একথা বলা হয়েছে নাকি তালাক পাইবে বলা হয়েছে? ২. তালাক পাইবে বলে উদ্দেশ্য কি ছিল? তালাক পতিত হয়ে যাবে নাকি তালাক স্বামী দিবে বলে ওয়াদা করছে বলেছে? ৩. কয় তালাক পাইবে বলে নিয়ত করেছিল স্বামী? নাকি কোন নিয়তই ছিল না? এ তিনটি বিষয় পরিস্কার করে লিখার অনুরোধ থাকবে। ইনশাআল্লাহ তাহলে শরয়ী বিধান বলা সহজ হবে। তারপর ভাইটির জানানো তথ্য এই- আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আপনার প্রশ্নের উত্তর হল — ১। তালাক পাইবে বলা হয়েছে। ২। এইখানে কোন ওয়াদা ছিলনা স্বামী তালাক পাইবে বলছে। ৩। কোন নিয়ত ছিলনা, কোন সংখ্যা উল্যেখ ছিলনা।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- দুষ্টুমী করে তালাক দিলে কি তা পতিত হয় না
- মৌখিকভাবে তালাক দিলে তালাক হয় না
- শর্ত সাপেক্ষে তালাক দিলে কয় তালাক পতিত হয় সেই শর্ত উঠিয়ে নেয়া যায় কি না
- মোবাইলে তালাক দিলে কি তা পতিত হয় না
- মোবাইলে তিন তালাক দিলে হুকুম কি
- স্বামী বলে তালাক দেবার কথা বলেছে আর স্ত্রী বলে তালাক দিয়ে দিয়েছে এক্ষেত্রে হুকুম কি
- "চিল্লাবানা, চিল্লাইলে আর বউ থাকবা না" বলার পরও স্ত্রী চিৎকার-চেচামেচি করলে তালাক হবে কি
- স্ত্রীর তালাক নেওয়ার অধিকার না থাকা সত্ত্বেও নিজেকে তালাক দেওয়া