
প্রশ্ন
আক্বীকা জন্য মান্নত সহিহ হবে কি না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
উপরোক্ত শব্দে আকীকার মান্নত করলে তা মান্নত বলে গণ্য হবে না। তবে যদি এমন বলতো যে, সুস্থ্য হলে আকীকার পশু জবাই করে তা সদকা করে দিবে, তাহলে তা মান্নত হতো। (ফাতাওয়া মাহমূদিয়া-২৬/৪৩৪-৪৩৫)
- والله اعلم باالصواب -
সুত্র
- الدر المختار مع الشامى, খন্ড: ৫, পৃষ্ঠা: ৫২৩