
প্রশ্ন
আমাদের প্রতিষ্ঠানে প্রচলন আছে যে, কাউকে তার পক্ষ থেকে ডাকতে হলে বলে দেয় যে, তাকে গিয়ে আমার সালাম বলবে। এরূপ বললে তিনি বুঝতে পারেন যে, তাকে ডাকা হচ্ছে তখন তিনি চলে আসেন। আবার কখনো সাধারণভাবে কাউকে ডাকতে পাঠালেও সে গিয়ে বলে, অমুকে সালাম জানিয়েছেন। আমার প্রশ্ন এই যে, সালামের এরূপ ব্যবহার জায়েয আছে কি না? এক্ষেত্রে সালামের জবাব দেওয়া জরুরি কি না? জানালে উপকৃত হব।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
কাউকে ডাকার জন্য ‘অমুক আপনাকে সালাম জানিয়েছেন’ এভাবে বলা জায়েয হলেও তা ঠিক নয়। কারণ ‘সালাম’ শরীয়তের একটি বিশেষ পরিভাষা। শরীয়তের নির্ধারিত ক্ষেত্র ছাড়া অন্য কোথাও তা ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে কাউকে ডাকার জন্য এভাবে সালাম শব্দ ব্যবহার না করে অন্য কোনো শব্দ ব্যবহার করা বাঞ্ছনীয়। আর এক্ষেত্রে যেহেতু সালাম দেওয়া বা পাঠানো উদ্দেশ্য থাকে না তাই এর জবাব দেওয়াও জরুরি হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- মুসান্নাফ ইবনে আবি শায়বা, খন্ড: ১৩, পৃষ্ঠা: ২২১
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৮, পৃষ্ঠা: ১১
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ৫, পৃষ্ঠা: ৩২৫
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩৩২
- আদ্দুররুল মুখতার, খন্ড: ৬, পৃষ্ঠা: ৪১২
আনুষঙ্গিক ফতোয়া
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- বিবাহিতা মেয়ের উপর কি বাবা-মায়ের খরচ বহনের দায়ীত্ব
- হুকুম ছাড়া কোন স্থানে গেলে তালাক বলার পর জানিয়ে যাওয়ার দ্বারা তালাক পতিত হবে কি না
- ফেইসবুকে মেয়েদের সাথে চ্যাট করার হুকুম
- সৎ মাকে যাকাত দেওয়া যাবে কি না?
- একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে মারা যাওয়া মুসলমানগণ কি শহীদ নয়
- সহবাস ছাড়া তালাক দিলে মোহর কতটুকু
- ইংরেজী লাইনে পড়া-লেখা ও উলামায়ে কিরামের দৃষ্টিভংগী