
প্রশ্ন
আমি একজন শিক্ষক। হিফয বিভাগে পড়াই। অনেক সময় নাবালেগ-অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার কণ্ঠে সিজদার আয়াত শুনি। প্রশ্ন হল, বুঝমান অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার কণ্ঠে সিজদার আয়াত শুনলে সিজদা করতে হবে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হ্যাঁ, বুঝমান নাবালেগ বাচ্চার কণ্ঠে সিজদার আয়াত শুনলে সিজদা ওয়াজিব হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- বাদায়েউস সানায়ে, খন্ড: ১, পৃষ্ঠা: ৪৪০
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ১১৯
- ফাতহুল কাদীর, খন্ড: ১, পৃষ্ঠা: ৪৬৮
- শরহুল মুনিয়্যা, পৃষ্ঠা: ৫০০
- তাবয়ীনুল হাকায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ২০৬
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১৮৪
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৭৭৫
- আদ্দুররুল মুখতার, খন্ড: ২, পৃষ্ঠা: ১০৭
আনুষঙ্গিক ফতোয়া
- নামাযের মধ্যে সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদাহ না করা
- নামাযের রুকূ বা সিজদার মধ্যেই তিলাওয়াতে সিজদাহ আদায় করা
- অপ্রাপ্ত বয়স্ক সন্তানের যাকাত
- সূরায়ে সোয়াদ-এ সিজদাহ
- সেজদার আয়াত মনে মনে পড়া
- অমুসলিমদের থেকে সেজদার আয়াত শুনলে করণীয়
- মাসিক স্রাবের সময় সেজদার আয়াত শুনলে করণীয়
- মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় ইমাম সাহেব থেকে সিজদার আয়াত শোনা