
প্রশ্ন
কোনো অমুসলিম মারা গেলে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ বলা যাবে কি? আর প্রতিবেশী হলে সেখানে উপস্থিত হয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়া যাবে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ পড়তে হয় বিপদ-আপদ ও মসিবতের সময়। এতে মৃতের জন্য কোনো দুআ নেই। তাই অমুসলিম যদি বাহ্যত সমাজসেবী ও সৎ লোক হয় যার মৃত্যু মুসলমান আত্মীয় বা প্রতিবেশীদের জন্য বাহ্যত মুসিবতের কারণ তাহলে সেক্ষেত্রেও ঐ দুআ পড়ার অবকাশ আছে। অবশ্য ভূপৃষ্ঠ থেকে কাফেরের সংখ্যা কমল এবং নাফরমানী হ্রাস পেল এসব বিবেচনায় ঐ দুআ না পড়ারও অবকাশ আছে। সুতরাং ঐ দুআ পড়া বা না পড়া নির্ভর করে দৃষ্টিভঙ্গি ও নিয়তের উপর। আর কোনো অমুসলিম পড়শী মারা গেলে সেখানে উপস্থিত হয়ে পরিবারস্থ লোকদেরকে সান্ত্বনা দেওয়ার অবকাশ রয়েছে।
- والله اعلم باالصواب -
সুত্র
- তাফসীরে রূহুল মাআনী, খন্ড: ২, পৃষ্ঠা: ২৩
- তাফসীরে কুরতুবী, খন্ড: ২, পৃষ্ঠা: ১১৯
- আহকামুল কুরআন, খন্ড: ৫, পৃষ্ঠা: ৪৫
- মুসান্নাফ ইবনে আবী শায়বা, খন্ড: ১৩, পৃষ্ঠা: ৫৬৫
- মুসান্নাফ আবদুর রাযযাক, খন্ড: ৬, পৃষ্ঠা: ৪২
- ইতহাফু সাদাতিল মুত্তাকীন, খন্ড: ৬, পৃষ্ঠা: ২০৯
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ১৬৭
- আলমাবসূত সারাখসী, খন্ড: ২, পৃষ্ঠা: ৫৫
আনুষঙ্গিক ফতোয়া
- কোন বিধর্মীর মৃত্যু সংবাদ শুনে ইন্নালিল্লাহ পড়া যাবে কি
- দোয়ায়ে কুনুতের সত্যতা
- পরকালে অমুসলিমদের নাজাত
- ‘আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ’ বলার সময় তর্জনীতে চুমু খেয়ে চোখে বুলিয়ে দেওয়া
- পর্দার বিধান ও চেহারা ঢেকে রাখা
- স্বামীর মৃত্যু সংবাদ না পেলে ইদ্দত পালন
- অমুসলিমদের ধর্মীয় উৎসবে অনুদান
- জায়নামাযে দাঁড়িয়ে “ইন্নী ওয়াজ্জাহতু” পড়ার হুকুম