
প্রশ্ন
অর্ধ রাত্রির পর এশার নামায পড়া মাকরূহ কি না? মাকরূহ হলে মাকরূহ তাহরীমী না তানযিহী? যদি সফরের কারণে বিলম্ব হয় তাহলেও কি মাকরূহ?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
বিনা ওজরে মধ্য রাতের পর পর্যন্ত ইশার নামায বিলম্বিত করা মাকরূহ। এ বিষয়ে ফকীহগণ একমত। তবে এটিকে কেউ কেউ মাকরূহে তাহরীমী বললেও আল্লামা ইবনে আবেদীন শামী রাহ. ইমাম তহাবী রাহ.-এর উদ্ধৃতিতে মাকরূহ তানযিহীর মতকে প্রাধান্য দিয়েছেন। পরবর্তী ফকীহদের অনেকে এ মতকে গ্রহণ করেছেন। উল্লেখ্য যে, সফরের কারণে বিলম্বিত হলে তা ওজরের অন্তর্ভুক্ত।
- والله اعلم باالصواب -
সুত্র
- শরহু মাআনিল আছার, খন্ড: ১, পৃষ্ঠা: ১৮
- মাবসূত সারাখসী, খন্ড: ১, পৃষ্ঠা: ১৪৭
- শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ৩৩৫
- ফাতাওয়া খানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৭৩
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ২, পৃষ্ঠা: ৯
- হেদায়া (ফাতহুল কাদীর), খন্ড: ১, পৃষ্ঠা: ২০১
- তাবয়ীনুল হাকায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ২২৬
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ৪০৬
- আলবাহরুর রায়েক, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৪৮
- হাশিয়াতুত তহতাবী আলাল মারাকী, পৃষ্ঠা: ৯৯
- রদ্দুল মুহতার, খন্ড: ১, পৃষ্ঠা: ৩৬৯
- মুখতাসারুত তহাবী, পৃষ্ঠা: ২৪
- বাদায়েউস সানায়ে, খন্ড: ১, পৃষ্ঠা: ৩২৬