
প্রশ্ন
কুরআনে পাক তিলাওয়াতরত কোন মুসল্লী আযান শ্রবণ করলে কি তিলাওয়াত বন্ধ করে আযানের জাওয়াব দিবে? নাকি তিলাওয়াত চালু রাখবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রথম যে আযান শুনা যাবে, সেই আযানের মৌখিক জাওয়াব দেয়া মুস্তাহাব। কুরআনে পাক তিলাওয়াতরত অবস্থায় তিলাওয়াত বন্ধ করে আযানের জাওয়াব দিবে এটাই উত্তম। কিন্তু কেউ কুরআনে কারীম বা দীনী বিষয় শিক্ষাদান বা শিক্ষা করার মধ্যে লিপ্ত থাকে, যেমন মক্তব বা হেফজখানার ছাত্ররা কুরআন পড়তে থাকে বা কোন জরুরী বয়ান চলতে থাকে। সেক্ষেত্রে তিলাওয়াত বা বয়ান বন্ধ করে আযানের জাওয়াব দেয়া মুস্তাহাব নয়। অর্থাৎ সে ক্ষেত্রে আযানের জাওয়াব না দিলে কোন অসুবিধা নাই।
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- তেলোয়াতরত অবস্থায় আযানের উত্তর দিতে হবে কিনা
- ছাত্রদের তেলাওয়াত বন্ধ করে আযানের জবাব দেওয়া
- আজানের সময় কথা সম্বলিত হাদীসের হুকুম
- জুমা'র প্রথম আযানের পর ব্যক্তিগত কাজ করতে থাকা
- জুম‘আর নামাযের জন্য সায়ী করা
- নামাযের রুকূ বা সিজদার মধ্যেই তিলাওয়াতে সিজদাহ আদায় করা
- ঝড় তুফানের সময় আযান দেওয়া
- ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার অনুপাতে সাহরীর সময় শেষ হতেই ফজরের আজান দেওয়া