
প্রশ্ন
এরকম কি কোন হাদিস আছে যে, একঃ- আলেমদের সম্মান করা মানে সাহাবাদের সম্মান করা আর সাহাবাদের সম্মান করা মানে আমাকে (নবি সাঃ) সম্মান করা। দুইঃ- আলেমদের সম্মান করা মানে আমাকে(নবি সাঃ)সম্মান করা। তিনঃ- সাহাবাদের সম্মান করা মানেই আমার সম্মান করা। রেফারেন্স সহ জানালে উপকৃত হতাম।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
আপনার প্রশ্ন করা প্রথম দু’টি বিষয় আমরা কোন হাদীস গ্রন্থে পাইনি। তাই এ বক্তব্যকে হাদীস বলার কোন যৌক্তিকতা আমাদের জানা নেই। তাই এসবকে হাদীস হিসেবে বলা কিছুতেই সমীচিন হবে না। বাকি তৃতীয় বক্তব্যটির স্বপক্ষে নিম্নবর্ণিত শব্দে হাদীস পাওয়া যায়। হাদীসে এসেছে- عَنْ عَبْدِ اللهِ بْنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَصْحَابِي لَا تَتَّخِذُوهُمْ غَرَضًا بَعْدِي، فَمَنْ أَحَبَّهُمْ فَبِحُبِّي أَحَبَّهُمْ، وَمَنْ أَبْغَضَهُمْ فَبِبُغْضِي أَبْغَضَهُمْ، وَمَنْ آذَاهُمْ فَقَدْ آذَانِي، وَمَنْ آذَانِي فَقَدْ آذَى اللهَ হযরত আব্দুল্লাহ বিন মুগাফফাল আলমুজানী রাঃ বলেন, রাসূল সাঃ ইরশাদ করেছেন, আমার (মৃত্যুর) পর আমাদের সাহাবীদের সমালোচনার লক্ষ্যবস্তু বানিয়ো না। তাদের (সাহাবাগণকে) যারা ভালবাসবে তাহলে আমাকে ভালবাসার কারণেই তাদের ভালবাসে থাকে। আর যারা তাদের সমালোচনা করবে, তারা আমাকে সমালোচনার কারণেই তাদের সমালোচনা করে থাকে। আর যারা তাদের কষ্ট দিবে, তাহলে তারা আমাকে কষ্ট দিল। আর যারা আমাকে কষ্ট দিল তাদের আল্লাহ তাআলা শাস্তি দিবেন। (মুসনাদে আহমাদ, হাদীস নং-১৬৮০৩, তিরমিজী, হাদীস নং-৩৮৬২, মেশকাতুল মাসাবীহ, হাদীস নং-৬০১৪, কানযুল উম্মাল, হাদীস নং-৩২৪৮৩)
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- ওলীগণ থেকে এত আশ্চর্য ঘটনা হল তাহলে নবীগণ আর সাহাবীগণ থেকে হল না কেন
- তাবলীগের কাজ করার জন্য আলেম হওয়া শর্ত
- কবরে পেশাব সম্পর্কে জিজ্ঞাসা সংক্রান্ত ফাজায়েলে আমলে বর্ণিত হাদীসটি সঠিক কি না
- যে ব্যক্তি রামাদান মাসে দশদিন ইতিকাফ করবে তার জন্য দুটি হজ্জ এবং দুটি উমরাহ করার সমতূল্য হয়ে যাবে” মর্মের হাদীসটি কি জাল
- আলেম কাকে বলে হক্কানী আলেম কাকে বলে জাকির নায়েক কি আলেম এলিয়েন বলতে কিছু আছে কি
- এলেম শিক্ষার জন্য ঘর থেকে বের হয়ে মারা গেলে শহীদি মর্যাদা
- সাহাবীদের সমালোচনা করা ও ইয়াজিদকে কাফির বলা
- নূরের আলোয় সুঁই পাওয়া হাদীসের তাহকীক এবং নূর দাবিদারদের অসাড় বক্তব্য