
আল্লাহর রাস্তায় এক সকাল বা এক বিকাল বের হওয়া দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে এর চেয়েও উত্তম নেকি’ এটা কোন হাদীস
আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিস•তাবলীগ•
প্রশ্ন
আল্লাহর রাস্তায় এক সকাল বা এক বিকাল বের হওয়া দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে এর চেয়েও উত্তম নেকি’ এটা কোন হাদীস?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
عن انس قال رسول الله صلى الله عليه وسلم- غدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها অনুবাদ-আল্লাহর রাস্তায় এক সকাল অথবা এক বিকাল দুনিয়া ও দুনিয়ার ভিতর যা কিছু আছে, তা থেকে উত্তম।
- والله اعلم باالصواب -
সুত্র
- সহীহ বুখারী, হাদীস নম্বর: ৬,১৯৯
- সহীহ মুসলিম, হাদীস নম্বর: ৪,৯৮৫
- সুনানে তিরমিযী, হাদীস নম্বর: ১,৬৪৮
- সহীহ ইবনে হিব্বান, হাদীস নম্বর: ৭,৩৯৮
- সুনানে নাসায়ী কুবরা, হাদীস নম্বর: ৪,৩২৭
- আল মু’জামুল আওসাত, হাদীস নম্বর: ৮,৬৬৭
- আল মু’জামুল কাবীর, হাদীস নম্বর: ৫,৮৩৫
- মুসনাদে আবী আওয়ানা, হাদীস নম্বর: ৭,৩৫৪
- মুসনাদে আহমাদ, হাদীস নম্বর: ১২,৬০২
- মুসনাদুল বাজ্জার, হাদীস নম্বর: ৩,৫৪৮
- মুসনাদুর রাবী, হাদীস নম্বর: ৪৬৬
- মুসনাদে আব্দ বিন হুমাইদ, হাদীস নম্বর: ২২৫
- মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নম্বর: ১৯,৮২০
- মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদীস নম্বর: ৯,৫৪৩
আনুষঙ্গিক ফতোয়া
- আল্লাহর রাস্তায় একটা আমল করলে ৪৯ কোটি গুন আমলের সওয়াব হয়’ এর দলিল কি
- ইলমের একটি অধ্যায় শিখা চাই তার উপর আমল করা হোক বা না হোক হাজার বছর ইবাদত থেকেও উত্তম” এটি কি হাদীস
- দুনিয়ার প্রয়োজনে কুরআন দ্বারা চিকিৎসা করার হুকুম কি
- ফানাফিল্লায় পৌঁছলে আর ইবাদত লাগে নাঃ এটি কি সঠিক বক্তব্য না কুফরী বক্তব্য
- মুসাফাহা কয় হাতে করবে এক হাতে না দুই হাতে
- তাবলীগের জামাতে প্রচলিত গাস্তে যাওয়ার পদ্ধতি এবং ৩ দিন,৪০দিন আর ১২০ দিনের হাদিসের দলিল কি
- এক কুরবানী পরিবারের সবার পক্ষ থেকে হয়ে যায় মর্মে সহীহ মুসলিমে হাদীস আছে
- সূরা জাসিয়ার ২৩ নং আয়াতের ব্যাখ্যা এবং শিরকের প্রকারভেদ প্রসঙ্গে