
প্রশ্ন
কোন হাফেজ এক মসজিদে ইতিকাফ করা অবস্থায় অন্য মসজিদে গিয়ে নামায পড়াতে পারবে কি- না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
যদি হাফেজ সাহেব ইতিকাফ করার সময় এরূপ নিয়্যত করে যে, আমি অত্র মসজিদে ইতিকাফ করব এবং তারাবীর সময় গিয়ে অন্য মসজিদে নামায পড়াবো, তাহলে তারাবীহ পড়ানোর জন্য অন্য মসজিদে যাওয়া জায়িয হবে। তবে তার ইতিকাফ সুন্নাতে মুআক্কাদাহ হিসাবে আদায় হবেনা বরং নফল ইতিকাফ বলে গণ্য হবে। আর যদি ইতিকাফের সময় এ ধরনের নিয়্যত না করে তাহলে তারাবীহের জন্য অন্যত্র যাওয়া সহীহ হবে না। গেলে তার সেদিনের ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে এবং পরে কাযা করতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়ায়ে আলমগীরী, খন্ড: ১, পৃষ্ঠা: ২১২
- ফাতাওয়ায়ে দারূল উলুম, খন্ড: ৬, পৃষ্ঠা: ৫১২
আনুষঙ্গিক ফতোয়া
- ইতিকাফ অবস্থায় জানাযার জন্য মসজিদ থেকে বের হওয়া
- তারাবীহ পড়িয়ে টাকা নেয়া
- নাবালেগ হাফেযের পিছনে তারাবীহ নামায আদায়
- মহিলাদের তারাবীর নামাযে ইমামতী
- এতেকাফ অবস্থায় আযান দেওয়া
- রোযা ও তারাবীহের সাওয়াব থেকে বঞ্চিত হওয়ার কারণ
- তারাবীহ নামায পড়ানোর জন্য হাফেজ এবং ইমাম নিয়োগের ইন্টারভিউ
- ইতিকাফ অবস্থায় জানাযার নামাজ পড়লে ইতিকাফ নষ্ট হবে কি না