
প্রশ্ন
আম্মাজান হযরত আয়েশা রা. কত বছর বয়সে ইন্তেকাল করেন? তাঁর জানাযা কে পড়িয়েছেন? হযরত আয়েশা রা. হযরত ফাতেমা রা.-এর বড় না ছোট? তাদের বয়সের তফাত কত?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হযরত ফাতিমা রা. আম্মাজান আয়েশার চেয়ে ৫ বছরের বড় ছিলেন। আর আম্মাজান ৬৬ বছর বয়সে ৫৮ হিজরীতে ইন্তেকাল করেন। তাঁর জানাযা হযরত আবু হুরাইরা রা. পড়িয়েছেন।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলইসাবা, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩৪৭
- উসদুল গাবা, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩৭৭
- ইস্তিয়াব, খন্ড: ২, পৃষ্ঠা: ৭৫২
- আলমুজতাবা, পৃষ্ঠা: ৬৩
- সীরাতে সাইয়িদা আয়েশা রা., পৃষ্ঠা: ১৫১
আনুষঙ্গিক ফতোয়া
- হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর দাফনে বিলম্ব
- হযরত মুসআব ইবনে উমায়ের এবং হযরত আনাস বিন নযর রা. -এর শাহাদাত বরণ
- হযরত আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহুর শাহাদাত বরণ ও জানাযা
- ঘরে বিবি কন্যাদের রেখে তাবলীগী সফরে দীর্ঘদিন থাকার কোন শরয়ী ভিত্তি আছে কি
- কবরের গভীরতা ও বাঁশের উচ্চতা
- রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম-এর মেরাজ
- ঈমান আনার পর কোন নেক আমল না করলেও কি ব্যক্তি জান্নাতে যাবে
- স্ত্রীকে ভিন্ন নামে ডাকা