সিরাত ও ইতিহাস Fatwa Cover

ইন্তেকালের সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা'য়ালা আনহার বয়স

মাসিক আল কাউসারসিরাত ও ইতিহাস


প্রশ্ন

আম্মাজান হযরত আয়েশা রা. কত বছর বয়সে ইন্তেকাল করেন? তাঁর জানাযা কে পড়িয়েছেন? হযরত আয়েশা রা. হযরত ফাতেমা রা.-এর বড় না ছোট? তাদের বয়সের তফাত কত?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হযরত ফাতিমা রা. আম্মাজান আয়েশার চেয়ে ৫ বছরের বড় ছিলেন। আর আম্মাজান ৬৬ বছর বয়সে ৫৮ হিজরীতে ইন্তেকাল করেন। তাঁর জানাযা হযরত আবু হুরাইরা রা. পড়িয়েছেন।

- والله اعلم باالصواب -

সুত্র

  • আলইসাবা, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৭
  • উসদুল গাবা, খন্ড: , পৃষ্ঠা: ৩৭৭
  • ইস্তিয়াব, খন্ড: , পৃষ্ঠা: ৭৫২
  • আলমুজতাবা, পৃষ্ঠা: ৬৩
  • সীরাতে সাইয়িদা আয়েশা রা., পৃষ্ঠা: ১৫১