
প্রশ্ন
ইমাম সাহেব জামা’আতে নামায পড়ানোর সময় মেহরাব ছেড়ে অন্য কোন স্থানে (মসজিদের ভিতরেই) দাঁড়িয়ে জামা’আতের নামাযের ইমামতী করতে পারবেন কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ইমামের জন্য মেহরাবের একদম ভিতরে দাঁড়ানো সুন্নাত নয়। বরং অপারগতা ছাড়া এরূপ দাঁড়ানো মাকরূহ্। সুন্নাত হলো, ইমাম সাহেব কাতারের এ রকম মাঝে দাড়ানো যাতে করে উভয় পার্শ্বে মুসল্লীদের সংখ্যা সমান থাকে। যেহেতু মেহরাব কাতারের মাঝে বানানো হয়; সেহেতু মেহরাবে নামাযের স্থানে দাঁড়ালে কাতারের মাঝে দাঁড়ানোর এ সুন্নাত আদায় হয়ে যায়। অন্যথায় মেহরাবে দাঁড়ানো পৃথক কোন সুন্নাত নয়। সুতরাং ইমাম সাহেব জামা’আতে নামায পড়ানোর সময় মেহরাব ব্যতীত অন্যস্থানে দাঁড়িয়ে নামায পড়াতে পারবে। তবে শর্ত হলো, ইমাম সাহেবকে এমনভাবে দাঁড়াতে হবে যাতে করে তাঁর দু’পার্শ্বে মুসল্লী বরাবর হয় এবং কোনদিকে মুসল্লী কম বেশী না হয়ে যায়। বর্তমানে ডানদিকে কাতার বড় করা বা মুসল্লী সংখ্যা বৃদ্ধি করার যে প্রচলন আছে তা সহীহ্ নয়।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলমগীরী, খন্ড: ১, পৃষ্ঠা: ৮৯
- শামী, খন্ড: ১, পৃষ্ঠা: ৫৬৮
আনুষঙ্গিক ফতোয়া
- ইমামের মেহরাব ছেড়ে দাঁড়ানো
- এক দুই কাতার ছেড়ে ইমামের দাঁড়ানো
- উপরের তলায় দাঁড়ানো মুসল্লিগণ যদি ইমামের সামনে দাঁড়ায় তাহলে নামায হবে কি
- অবৈধ অর্থ দ্বারা ইমামের বেতন
- ইমাম সাহেবকে রুকূতে পাওয়া গেলে
- মেহরাব কি মসজিদের অন্তর্ভুক্ত?
- নামাযের মাঝখানে ইমামের উযু ভঙ্গ হলে
- রুকূ সিজদাহ থেকে ইমামের আগে মুক্তাদীর সোজা হয়ে যাওয়া