
প্রশ্ন
কোন ব্যক্তি যদি ঈদের নামাযে শেষ রাকা‘আতের রুকুতে শরিক হয়, সে ৬ তাকবীর পাইনি, এখন তার করনীয় কি? ঈদের নামাযের শেষ বৈঠক পাইলো এখন কি করনীয়? জানালে খুশি হব।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
যে ব্যক্তি ঈদের নামাযে দ্বিতীয় রাকা‘আতে ইমাম সাহেবকে রুকুতে পেল সে তাকবীরে তাহরীমার পর অতিরিক্ত তাকবীর বলে রুকুতে শরিক হবে। আর যদি ইমাম সাহেব রুকু থেকে উঠে আসার প্রবল ধারনা হয় তাহলে রুকুতে চলে যাবে এবং রুকুর তাসবীহের পরিবর্তে হাত উঠানো ছাড়া অতিরিক্ত তাকবীর বলবে। যদি তার তাকবীর শেষ হওয়ার আগে ইমাম সাহেব রুকু থেকে উঠে আসে তাহলে বাকি তাকবীরগুলো সাকেত হয়ে যাবে। আর যে ব্যক্তি ঈদের নামাযের শেষ বৈঠক পেল সে ইমাম সাহেব যেভাবে নামায পড়িয়েছেন ঠিক সেভাবেই নিজের নামায পড়ে নিবে। অর্থাৎ প্রথম রাকা‘আতে ছানার পর হাত উঠানোসহ তিন তাকবীর বলবে, আর দ্বিতীয় রাকা‘আতে কিরা‘আত শেষে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত তিন তাকবীর বলবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়ায়ে শামী, খন্ড: ১, পৃষ্ঠা: ১৭৩
- হাশিয়াতুত তহত্বায়ী আলা মারাকিল ফালাহ, পৃষ্ঠা: ৫৩৪
- আহসানুল ফাতাওয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ১৪৩
আনুষঙ্গিক ফতোয়া
- ঈদের নামাযের অতিরিক্ত তাকবীর ছুটে গেলে করণীয়
- ঈদের নামাযে মাসবূক হলে
- ইমাম সাহেবকে রুকূতে পাওয়া গেলে
- রুকুর তাকবীর না বলে রুকুতে চলে গেলে করণীয়
- নবাগত মুক্তাদী রুকূতে যাওয়ার সাথে সাথেই ইমাম রুকূ হতে উঠে গেলে
- নামাযের রুকূ বা সিজদার মধ্যেই তিলাওয়াতে সিজদাহ আদায় করা
- জামাতে শরিক হলেই ইমাম রুকু থেকে উঠে গেলে করণীয়
- কুনূত না পড়ে রুকূতে যাওয়ার উপক্রম হলে