
প্রশ্ন
আমাদের এলাকায় ঈদগাহে ঈদুল আযহার নামাযে ইমাম সাহেব প্রথম রাকা‘আত অতিরিক্ত তাকবীর ভুলে ছেড়ে দিয়ে সিজদায়ে সাহু করে নামায শেষ করলেন। আমরা জানি ঈদের নামাযে সাহু সিজদা নেই। এখন সাহু সিজদার কারণে নামায বাতিল হবে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ঈদের নামাযের অতিরিক্ত তাকবীর অথবা যে কোন ওয়াজিব ছুটে গেলে মূলতঃ সিজদায়ে সাহু ওয়াজিব হয়। সিজদায়ে সাহুর দ্বারা তার ক্ষতিপূরণ হয়। তবে ঈদ ও জুম‘আর নামাযের জামা‘আত সাধারণতঃ অনেক বড় হয়। বিভিন্ন ধরনের লোকের উপস্থিতি ঘটে। সেহেতু এখানে সিজদায়ে সাহু করলে অনেকে মাসআলা না জানার দরুন বিভ্রান্তির শিকার হতে পারে। এজন্য ফিকাহ শাস্ত্রবিদগণ জুম‘আ ও ঈদের বড় জামা‘আতে সিজদায়ে সাহু ছেড়ে দিতে বলেছেন। এতদসত্ত্বেও কেউ যদি সতর্কতা অবলম্বন পূর্বক সিজদায়ে সাহু করে নেয়, তাহলে নামায সহীহ হয়ে যাবে। নামাযের কোন ক্ষতি হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া শামী, খন্ড: ২, পৃষ্ঠা: ১৭৪
- ফাতাওয়া দারুল উলূম, খন্ড: ৫, পৃষ্ঠা: ১৮৯
আনুষঙ্গিক ফতোয়া
- নামাযে দুই সিজদাহ করা ফরয কি-না ?
- নামাযের রুকূ বা সিজদার মধ্যেই তিলাওয়াতে সিজদাহ আদায় করা
- নামাযের মধ্যে সিজদার আয়াত তিলাওয়াত করে সিজদাহ না করা
- শেষ বৈঠক না করে ভুলে দাড়িয়ে গেলে বা তৃতীয় রাকা‘আতে বসে গেলে সিজদাহ সাহু করা
- সিজদায়ে সাহু ওয়াজিব না হওয়া সত্ত্বেও সিজদা করা
- নামাযের সেজদা ভুলে গিয়ে তা পরে আদায় করলে সাহু সেজদা দেওয়া প্রয়োজন কিনা
- দ্বিতীয় সিজদাহ্ আদায় না করলে
- ঈদ ও জুমআয় সাহু সেজদা নেই