
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
খলীফাতুল মুসলিমীন হযরত উমর রা.-এর জুমার খুৎবা অবস্থায় পারস্যের যুদ্ধরত মুসলিম সেনাপতিকে ইয়া সারিয়াতুল জাবাল বলে সম্বোধন করার ঘটনাটি সত্য। এ সম্পর্কিত একটা বর্ণনা সম্পর্কে ইবনে হাজার রাহ. বলেছেন, তার সনদ হাসান পর্যায়ের এবং ইবনে কাছীর রাহ. বলেছেন, হাযা ইসনাদুন জাইয়্যেদুন হাসানুন। দেখুনঃ আলইসাবা ৩/৫-৭; আলবিদায়া ওয়ান নিহায়া ১০/১৭৩ অতএব ঘটনাটি বর্ণনাযোগ্য। আর এ কথাও সত্য এবং ঈমানের অংশ যে, আল্লাহ তাআলা ছাড়া কেউ গায়েব জানেন না। তবে আল্লাহ তাআলা যাকে গায়েবের কোনো খবর সম্পর্কে অবগত করেন তিনি ঐ বিষয়টি জানতে পারেন। যেমন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেয়ামতের অনেক আলামত সম্পর্কে অবগত করেছেন। তাই রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বর্ণনা করেছেন। এ সূত্রে আমরাও জেনেছি। এতে করে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর উম্মত গায়েব জানেন-এ কথা বলা যায় না। তদ্রূপ আল্লাহ তাআলা হযরত উমর রা.-এর অন্তরে পারস্যের সৈন্যবাহিনীর অবস্থা ঢেলে দিয়েছিলেন এবং তার আওয়াজ সুদূর পারস্যে পৌঁছে দিয়েছিলেন-এটি আল্লাহ তাআলা কুদরতের প্রকাশ। আর তার কুদরতে কোনো কিছুই অসম্ভব নয়। কেয়ামতের আলামতসমূহ জানার দ্বারা যেমনিভাবে গায়েব সম্পর্কে জ্ঞাত বলা যায় না তেমনি হযরত উমর রা.-এর ঐ ঘটনাও তাঁর গায়েব জানার প্রমাণ বহন করে না; বরং আল্লাহ তাআলার কুদরতেরই প্রমাণ। এ কারণে তিনি নিজেও কখনো এ দাবি করেননি যে, তিনি গায়েব জানেন এবং তার সম্পর্কে কোনো সাহাবী, তাবেয়ী, ইমাম ও মুহাদ্দিসও এমন কথা বলেননি। সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তির ঐ কথা সঠিক নয়। খোঁড়া যুক্তি দিয়ে ইসলামের সোনালী ইতিহাসকে অস্বীকার করা অন্যায় এবং কম ইলমীর পরিচায়ক।
- والله اعلم باالصواب -
সুত্র
- আলবিদায়া ওয়ান নিহায়া, খন্ড: ১০, পৃষ্ঠা: ১৭৩
- আলকামিল ফিততারীখ, খন্ড: ৩, পৃষ্ঠা: ৪২
- আলমুনতাযাম ফী তারীখিল মুলূক ওয়াল উমাম, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩২৫
- তারীখে তবারী, পৃষ্ঠা: ৬৯৮
- তারিখে দামেশক, খন্ড: ২০, পৃষ্ঠা: ২৪
- আল ইসাবা ফী তাময়িযিস সাহাবা, খন্ড: ৩, পৃষ্ঠা: ৫
আনুষঙ্গিক ফতোয়া
- “যদি আলী না থাকতো তাহলে উমর ধ্বংস হয়ে যেত” একথার মানে কি
- উমরী কাযা নামায
- আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহুমার দ্বীনের পথে ব্যয়
- হুজুর সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর দাফনে বিলম্ব
- ঘরে বিবি কন্যাদের রেখে তাবলীগী সফরে দীর্ঘদিন থাকার কোন শরয়ী ভিত্তি আছে কি
- বেলাল রাদিয়াল্লাহু তা'আলা আনহুর আযান সংক্রান্ত ঘটনা
- তাওয়াফ করার পর তার ঋতুস্রাব শুরু হয়ে গেলে করণীয়
- হযরত আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহুর শাহাদাত বরণ ও জানাযা