
প্রশ্ন
আমাদের গ্রামে কুরবানীর গরুতে সাত ভাগের এক ভাগ তিন/চার জন গরীব ব্যক্তি মিলে দিয়ে থাকে। তাদের উপর কুরবানী ওয়াজিব নয়। শুনেছি, যাদের উপর কুরবানী ওয়াজিব নয় তারা নাকি এভাবে কুরবানীর পশুতে শরীক হতে পারে। সঠিক মাসআলা জানতে চাই।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
আপনার শোনা কথাটি ঠিক নয়। এক গরুতে সাত জনের বেশি শরীক হওয়া বৈধ নয়। সাত জনের বেশি শরীক হলে কারো কুরবানী সহীহ হবে না। চাই অংশিদারগণ গরীব হোক বা ধনী। তাই কুরবানীর পশুতে ঐভাবে শরীক নেওয়া যাবে না। একান্ত কখনো এমন করতে চাইলে এক ভাগের সকল অংশিদারগণ একজনকে মালিক বানিয়ে দিবে। অতপর ঐ ব্যক্তি নিজের পক্ষ থেকে ঐ অংশ কুরবানী দিবে। গোশত পাওয়ার পর অংশিদারদের মধ্যে গোশত বণ্টন করে দিতে পারবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩১৫
- বাদায়েউস সানায়ে, খন্ড: ৪, পৃষ্ঠা: ২০৬
- মাজমাউল আনহুর, খন্ড: ৪, পৃষ্ঠা: ১৬৮
- ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: ৫, পৃষ্ঠা: ৩০৫
- মাবসূত সারাখসী, খন্ড: ১২, পৃষ্ঠা: ১২
- আদ্দুররুল মুখতার, খন্ড: ৬, পৃষ্ঠা: ৩১৫
আনুষঙ্গিক ফতোয়া
- অংশীদারিত্বের কুরবানী
- একটি গরুতে সাত শরীক আকীকা করা
- দারুল উলুম দেওবন্দ থেকে গরু কুরবানী দেয়া হারাম হওয়ার ফাতওয়া প্রদান
- কুরবানি ওয়াজিব হয়নি এমন ব্যক্তির কুরবানির পশু মারা গেলে করণীয়
- রমজানের শেষ দশকের এতেকাফে গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়া
- কোরবানির গরুতে আকিকার জন্য অংশ
- এক দুই কাতার ছেড়ে ইমামের দাঁড়ানো
- গবাদিপশু ভাড়া দেওয়া