নামায Fatwa Cover

একাকী নামাযীর ইকামত

ইসলামী জিন্দেগীনামায


প্রশ্ন

আমাদের এলাকায় সাধারণতঃ সব জায়গায় মসজিদের আযান শোনা যায়। এমতাবস্থায় যদি কারো বিশেষ কোন কারণে ঘরে নামায আদায় করতে হয়, তাহলে হানাফী মাযহাব অনুযায়ী ইকামত সহ নামায আদায় করতে হবে কি-না?


উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যেহেতু ঘর থেকে মহল্লার মসজিদের আযান শোনা যায়, তাই বিশেষ ওযরবশতঃ নিজ গৃহে একা একা নামায আদায় করার ক্ষেত্রে আযান ইকামত না দিলেও নামায মাকরূহ হবে না। তবে ইকামতসহ নামায আদায় করাই মুস্তাহাব। কারণ, এক্ষেত্রে ইকামত বলার দ্বারা কিরামান কাতিবীনও নামাযে অংশগ্রহণ করে এবং এতে জামা‘আতের সাদৃশ্য হয়ে যায়।

- والله اعلم باالصواب -

সুত্র

  • বাদায়িউস সানায়ি, খন্ড: , পৃষ্ঠা: ১৫২
  • তাতার খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫২৪
  • বেহেশতী যেওর, খন্ড: ১১, পৃষ্ঠা: ২৫
  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৩৯৫
  • হিদয়াহ, খন্ড: , পৃষ্ঠা: ৯২
  • নাফউল মুফতী, পৃষ্ঠা: ১৭২
  • কানযুদ দাকায়িক, পৃষ্ঠা: ২০