
প্রশ্ন
একাধিক জানাযা একত্রিত হলে নামায পড়ার পদ্ধতি কী হবে? প্রত্যেকটির জন্য পৃথকভাবে নামায পড়া আবশ্যক? না একসাথে পড়ারও সুযোগ আছে? জানিয়ে বাধিত করবেন।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
একাধিক জানাযা একত্র হলে প্রত্যেকটির জন্য ভিন্ন ভিন্ন নামায পড়া উত্তম। তবে সবগুলো একত্র করে একসাথে নামায পড়ে নেওয়ারও অবকাশ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদ প্রান্তরে একত্রে দশ-দশজন শহীদের জানাযা নামায পড়িয়েছেন। হযরত ওসমান বিন আফফান রা., আবদুল্লাহ বিন ওমর রা ও হযরত আবু হুরায়রা রা. প্রমুখ বিশিষ্ট সাহাবীদের থেকেও একাধিক মাইয়্যেতের একত্রে জানাযা পড়ানো প্রমাণিত আছে।
- والله اعلم باالصواب -
সুত্র
- সুনানে ইবনে মাজাহ, পৃষ্ঠা: ১০৯
- মারাসীলে আবু দাউদ, পৃষ্ঠা: ৪২৭
- শরহু মাআনিল আছার, পৃষ্ঠা: ৩২২
- মুয়াত্তা মালেক, খন্ড: ১, পৃষ্ঠা: ২৩০
- মুসান্নাফ আবদুর রাযযাক, খন্ড: ৩, পৃষ্ঠা: ৪৬৫
- সুনানুল কুবরা, বায়হাকী, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩৩
- আলমুহীতুল বুরহানী, খন্ড: ৩, পৃষ্ঠা: ৭৭
- খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: ১, পৃষ্ঠা: ২২৪
- বাদায়েউস সানায়ে, খন্ড: ২, পৃষ্ঠা: ৫৬
- আলবাহরুর রায়েক, খন্ড: ২, পৃষ্ঠা: ১৮৭
- ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ১৫৭
- মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নম্বর: ৩২,৮২২
আনুষঙ্গিক ফতোয়া
- একাধিক মাইয়্যেতের জানাযা একত্রে পড়া
- এক মৃতের একাধিক জানাযা
- মাইয়েতের গোসল, কাফন-দাফন, জানাযা ইত্যাদি বিলম্ব করা
- মাইয়্যিতের মুখ দেখা
- লকডাউনের কারণে মসজিদে একাধিক জামাত পড়ার হুকুম
- গায়েবানা জানাযার কোন প্রমাণ আছে কি
- গাড়িতে থাকার কারণে দুই ওয়াক্ত নামাজ এক সাথে আদায় করা যাবে কি না।
- জানাযার নামাযের পর একত্রিত হওয়া, দু‘আ করা