
এক বাড়ির পাহারাদার মালিকের অনুমতি ছাড়া অন্য বাড়িতে কাজ করতে পারবে কি না
মাসিক আল কাউসার•জায়েয-নাজায়েয•
প্রশ্ন
আমি এক বাড়িতে পাহারাদারির কাজ করি। প্রতিদিন সকালে গেটের সামনে ঝাড়– দিই। পাশের বিল্ডিংটি ছোট হওয়ায় সে বাড়ির মালিক কোনো পাহারাদার রাখেনি। তার বাড়ির সামনে নিয়মিত পরিষ্কার না করার কারণে ময়লা থাকে। একদিন তিনি আমাকে এ প্রস্তাব দিলেন, ‘তুমি যখন তোমাদের বাড়ির সামনে ঝাড়– দেবে তখন আমারটাও দেবে। আমি তোমাকে প্রতি মাসে ৪০০ টাকা দিব।’ মালিককে না জানিয়ে আমি তার এই প্রস্তাব গ্রহণ করে প্রতিদিন তার বাড়ির সামনে ঝাড়– দিচ্ছি। এতে কোনো অসুবিধা আছে কি?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
মালিককে না জানিয়ে উক্ত প্রস্তাব গ্রহণ করা ঠিক হয়নি। এটি খেয়ানতের শামিল। তাই আপনার কর্তব্য হল, বিষয়টি মালিককে জানিয়ে তার অনুমতি হলে কাজটি করা। যদি অনুমতি না পাওয়া যায়, তাহলে কাজটি ছেড়ে দেবেন।
- والله اعلم باالصواب -
সুত্র
- তাবয়ীনুল হাকায়েক, খন্ড: ৬, পৃষ্ঠা: ১৪৩
- আননুতাফ ফিল ফাতাওয়া , খন্ড: ১, পৃষ্ঠা: ৩৪০
- দুরারুল হুক্কাম ফী শরহি গুরারিল আহকাম, খন্ড: ২, পৃষ্ঠা: ২৩৬
- হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর, খন্ড: ৪, পৃষ্ঠা: ৩৮
- শরহুল মাজাল্লা,আতাসী, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৮২
আনুষঙ্গিক ফতোয়া
- ভাড়া বাসার এডভান্সের যাকাত কার উপর আবশ্যক
- ইদ্দতের সময় বাড়ির বাইরে যাওয়ার বিধান
- বায়ারের সাথে চুক্তির অতিরিক্ত উৎপন্ন পণ্যের মালিকানা
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- মাসিকের সময় কুরআন তিলাওয়াত করা যাবে কি না একটি দালিলিক বিশ্লেষণ
- ভাড়াবাড়ি সংস্করনের দায়িত্ব কার
- বছরের মাঝে নেসাব থেকে টাকা কমে গেলে যাকাত আবশ্যক থাকে না
- মহিলাদের জন্য তালীমের ব্যবস্থা করা এবং তাদের থেকে দান গ্রহণ করা