
প্রশ্ন
মোবাইলে কুরআনের এ্যাপস পাঠ করতে হলে ওজু লাগবে কি না? আমার মোবাইলে কুরআন, বুখারী শরীফ, বেহেশতী জেওর পিডিএফ আছে। এগুলো অজু ছাড়া পড়তে পারবো কি না? সব সময় ওজু রাখা কষ্ট হয়ে যায়।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
কুরআন শরীফ তথা কুরআনের আয়াত ধরার জন্য ওজু থাকা আবশ্যক। পড়ার জন্য বা শোনার জন্য ওজু করা আবশ্যক নয়। কুরআনে কারীমের আয়াত ছাড়া অন্য কিছু ধরার জন্য অজু থাকা জরুরী নয়। لَّا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ • যারা পাক পবিত্র, তারা ব্যতিত অন্য কেউ একে স্পর্শ করবে না। (সূরা ওয়াকিয়া-৭৯)
- والله اعلم باالصواب -
সুত্র
- طحطاوى على مراقى الفلاح, পৃষ্ঠা: ১১৭
- البحر الرائق, খন্ড: ১, পৃষ্ঠা: ২০১
আনুষঙ্গিক ফতোয়া
- ওজু ছাড়া কুরআন স্পর্শ করা যায় কি না
- মোবাইল, কম্পিউটার স্ক্রীণে থাকা কুরআন কারীমের আয়াত কি অজু ছাড়া ধরা
- ওজু ছাড়া কুরআন তিলাওয়াত করার হুকুম কি
- মাসিকের সময় কুরআন তিলাওয়াত করা যাবে কি না একটি দালিলিক বিশ্লেষণ
- বাম হাতে পানি পান করা
- এন্ডোসকপি করালে ওজু ভেঙ্গে যাবে
- অজু ছাড়া ফোনের কোরআন শরীফ অ্যাপে স্পর্শ করা
- কুরআন দ্বারা কি পাঁচ ওয়াক্ত নামায প্রমাণিত নয়