
প্রশ্ন
ওয়াকফকৃত ‘ঈদগাহ পরিবারিক কারণে রাগ করে ছেড়ে বিনা ওয়াকফকৃত ঈদগাহে নামায সহীহ হবে কি-না? অথবা সমস্ত গ্রামবাসীকে মিলানোর উদ্দেশ্যে ওয়াকফকৃত মাঠ ত্যাগ করে অন্য স্থানে ঈদের নামায জায়িয হবে কি-না? এক্ষেত্রে প্রথম স্থানটি কি করা সঙ্গত হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
পারিবারিক কারণে রাগ করে ওয়াকফকৃত ঈদগাহ বাদ দিয়ে অন্যত্র ‘ঈদের নামায পড়া সঠিক হবে না। যদিও এতে ঈদের ওয়াজিব আদায় হয়ে যাবে। কিন্তু দুনিয়াবী কারণে মুসলমানদের জামা‘আতের মধ্যে বিভক্তি সৃষ্টি করার দরুন গুনাহগার হবে। হ্যাঁ, অন্যত্র যদি সকলকে মিলানো যায়, তাহলে সেখানে ঈদের নামায দুরস্ত হবে। তবে সেই দ্বিতীয় স্থানটি ওয়াকফ করে নেয়া ভাল। সে ক্ষেত্রে প্রথম ঈদগাহে যদি আর ঈদের নামায না পড়া হয়, তাহলে সেখানে মসজিদ বা মাদ্রাসা বানানো জায়িয হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- কিফায়াতুল মুফতী, খন্ড: ৭, পৃষ্ঠা: ১০৭
- ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৬৯
আনুষঙ্গিক ফতোয়া
- মসজিদের ওয়াকফকৃত স্থানে ঈদগাহ নির্মাণ করা
- কবরস্থানের জন্য ওয়কফকৃত স্থানে মসজিদ নির্মাণ করা
- মসজিদের স্থানে ঈদগাহ নির্মাণ করার হুকুম কি
- মসজিদের জন্য ওয়াকফকৃত স্থানে মাদ্রাসা করা
- ঈদগাহ মাঠের শরয়ী হুকুম
- ভুলবশত ঈদগাহের জমিতে গাছ লাগালে সে গাছ কার হবে আর তার ফল কে ভোগ করবে
- ঈদগাহে ধান-পাট শুকানো
- ঈদের নামাজ মসজিদে পড়া