
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
কথিত আহলে হাদীসদের সহযোগিতা করা জায়েজ আছে। তবে না করাই উত্তম। যেহেতু তারা এর মাধ্যমে এদেশের মানুষের হাজার বছরের কুরআন হাদীস ভিত্তিক সঠিক পদ্ধতিটিকে বাতিল বলে অপপ্রচার করছে। সেই সাথে মুসলমানদের পারস্পরিক ভাতৃত্ববোধ, নামায-রোযা ও যাবতীয় ইবাদতে হাজার বছরের ঐতিহ্যিক একতা বিনষ্ট করার জন্য মিশন নিয়ে কাজ করছে, তাই তাদের সহযোগিতা করা উচিত হবে না। সাধারণ মুসলমানদের মাঝে ছড়িয়ে দিচ্ছে বিবাদ আর বিশৃংখলা, দ্বীন সম্পর্কে সন্দেহ-সংশয়। তাই এরকম ফিতনাবাজ দলকে সহযোগিতা করা কিছুতেই ঠিক হবে না। বরং আপনি নিজেই উক্ত অর্থ গরীবদের মাঝে বন্টন করে দিন। বা কোন হক দলের মাধ্যমে তা বন্টন করান। وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ • সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (সূরা মায়িদা-২)
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- জাল হাদীসের হুকুম এবং হাদীস গ্রন্থের উপর শায়েখ আলবানীর ঔদ্ধত্বপূর্ণ হস্তক্ষেপ
- মাযহাবের দোহাই দিয়ে হাদীস অস্বিকার করার ভয়ানক খেলায় মেতেছে কথিত আহলে হাদীসরা!
- হাদীসের বই দেখে নিজে নিজে হাদীসের হুকুম আরোপ করে দেয়া যাবে কি
- সেজদায়ে সাহুর সালাম ফিরানো বিষয়ক কথিত আহলে হাদীসের একটি প্রশ্ন ও আমাদের পাল্টা দশটি প্রশ্ন
- মুসাফাহা কয় হাতে করবে এক হাতে না দুই হাতে
- চার মাযহাব একসাথে সঠিক কিভাবে হয়
- মসজিদে আসতে অনুৎসাহিত করে আমরা কি মহিলাদের বঞ্চিত করছি
- ইমাম বুখারী মুআম্মাল বিন ইসমাঈলকে মুনকারুল হাদীস বলেননি বুকের উপর হাত বাঁধার দলীল বিষয়ে কথিত আহলে হাদীসদের ধোঁকাবাজী উন্মোচন