
প্রশ্ন
আমার উপর একটি কসমের কাফফারা ওয়াজিব হয়েছে। শুনেছি, দশ জন ফকিরকে দু’ বেলা তৃপ্তি সহ খাবার খাওয়ালে কাফফারা আদায় হয়। আমি যদি দশজনকে দু’ বেলা খাওয়ানোর পরিবর্তে বিশজনকে এক বেলা খাওয়াই তাহলে কি কাফফারা আদায় হবে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
না, এভাবে কাফফারা আদায় হবে না। প্রত্যেককে দু’ বেলা খাবার খাওয়াতে হবে। এক বেলা খাওয়ানো যথেষ্ট নয়। কাফফারা আদায়ের জন্য শর্ত হল, দশজন মিসকীনকে দু’ বেলা খাবার খাওয়ানো। তদ্রূপ একজন মিসকীনকে দশ দিন দু’ বেলা করে খাবার খাওয়ালেও কাফফারা আদায় হয়ে যাবে। হারেস রাহ. বলেন, হযরত আলী রা. কুরআন মজীদের আয়াত (তরজমা) (কসমের কাফফারা এই যে, দশজন মিসকীনকে মধ্যমমানের খাবার দেবে, যা তোমরা স্বীয় পরিবারকে খাইয়ে থাক।) এর ব্যাখ্যায় বলেছেন, দশ জনের প্রত্যেককে দিনে ও রাতে (দু’ বেলা) খাওয়াবে। বিশিষ্ট তাবেয়ী হযরত কাতাদা রাহ. বলেন, প্রত্যেক মিসকীনকে দিনে ও রাতে (দু বেলা) খাওয়াবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- বাদায়েউস সানায়ে, খন্ড: ৪, পৃষ্ঠা: ২৬১
- মাবসূত, সারাখসী, খন্ড: ৭, পৃষ্ঠা: ১৫
- ইবনে কাসীর, খন্ড: ২, পৃষ্ঠা: ১৪৩
- জাসসাস, খন্ড: ২, পৃষ্ঠা: ৪৫৭
- মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নম্বর: ১২,৩৪৮
আনুষঙ্গিক ফতোয়া
- কসম করার পর তা ভেঙ্গে ফেললে কাফফারা কিভাবে আদায় করবে
- শুধু কসম বা ঈমান বললে কি কসম হবে?
- কসমের কাফফারার রোযা কি লাগাতার রাখা জরুরী
- কোরআন শরীফ হতে নিয়ে কসম করার বিধান
- কোরআন মজীদের উপর হাত রেখে কসম করা
- “আল্লাহর কসম আমি আর তোমার সাথে থাকবো না।” এরকম কথা বলার পর স্ত্রীর সাথে হুকুম কি
- মাথায় হাত রেখে কসম খাওয়া
- নামাযের কাফফারা আদায়