
প্রশ্ন
কোন কাদিয়ানীর জানাযার নামায পড়া কোন মুসলমানের জন্য জায়িয আছে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
সারা পৃথিবীর আলেম, মুফতী, মুসলিম বুদ্ধিজীবি ও অধিকাংশ মুসলিম দেশের ইসলামী আদালতের রায় এই যে, খতমে নবুওয়াত বা মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী একথা অমান্য করার দরুণ কাদিয়ানী সম্প্রদায় কাফির। আর কোন কাফিরের জানাযা পড়া মুসলমানের জন্য জায়িয নয়। সুতরাং কোন মুসলমানের জন্য কাদিয়ানীর জানাযায় নামাযে অংশগ্রহণ করাও জায়িয হবে না।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: ৫, পৃষ্ঠা: ৩০৭