
প্রশ্ন
কোন ব্যক্তি রোযার কাফফারা আদায় করতে শুরু করার কিছুদিন পরই ঈদুল আযহার সময় হয়ে যায়। এমতাবস্থঅয় উক্ত ব্যক্তির পূণরায় ষাটটি রোযা রাখতে হবে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
শরীয়তের দৃষ্টিতে রোযার কাফফারার জন্য রামাযান, ঈদ কিংবা আইয়ামে তাশরীক নেই এমন ২মাস ধারাবাহিকভাবে রোযা রাখা জরুরী। তাই ষাটদিনের ভিতরে ঈদ এসে গেলে ঈদের পর নুতনভাবে ষাট দিন রোযা রাখতে হবে। উল্লেখ্য যে, কাফফারার রোযা রাখা অবস্থায় মাহিলার মাসিকের কারণে বিরতি পালন করতে হলে সেক্ষেত্রে পুনরায় শুরু থেকে নতুনভাবে রোযা রাখতে হয় না। তবে মাসিক বন্ধ হওয়ার সাথে সাথে অবশিষ্ট রোযাগুলো রাখা আরম্ভ করতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া শামী, খন্ড: ২, পৃষ্ঠা: ৪১২
- ফাতাওয়া দারুল উলূম, খন্ড: ৬, পৃষ্ঠা: ৪৫৫
- সূরা: মুজাদালাহ, আয়াত: ৪
আনুষঙ্গিক ফতোয়া
- কসমের কাফফারার রোযা কি লাগাতার রাখা জরুরী
- রোযা রেখে কাফফারা আদায়ে সক্ষম হওয়া সত্বেও ফিদিয়া দেওয়া
- রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার
- সূর্য ডুবে গেছে ভেবে ইফতার করে ফেললে করণীয়
- কুরবানীর ঈদের দিন রোযা রাখার হুকুম কি
- রোজা অবস্থায় নেবুলাইজার ব্যবহার করা
- রোযা অবস্থায় জিনা করা ও রোযার কাফফারা
- রোযা অবস্থায় ইনহিলার ব্যবহার