
প্রশ্ন
যখন সংঘটিত হবে, তখন নাকি আল্লাহ তা‘আলা আড়াই লক্ষ বৎসর নিদ্রা যাবেন এবং কাফিররা শাস্তি ভোগ করার পর বেহেশতে যাবে। একথা দু’টি কতটুকু সত্য জানতে ইচ্ছুক।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
প্রশ্নে বর্ণিত এ উক্তি সম্পূর্ণ মিথ্যা ও কুরআন-হাদীস বিরোধী। এ ধরনের বিশ্বাস নিয়ে কেউ মুসলমান থাকতে পারে না।
{لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ}
[প্রমাণঃ সূরা বাকারাহ, ২৫৫
- والله اعلم باالصواب -
সুত্র
- আকীদাতুত্তাহাভী, পৃষ্ঠা: ৩৪
- সূরা: বাকারা, আয়াত: ২২৫
আনুষঙ্গিক ফতোয়া
- কিয়ামত কবে সংঘটিত হবে?
- আমরা যেভাবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি
- উমর রাজিয়াল্লাহু তা'আলা আনহুর গায়েব জানা
- আল্লাহু আকবারের “আল্লাহ” শব্দে মদ্দের পরিমান
- একটি নদী দিয়ে আল্লাহ তায়া'লার পরীক্ষা
- মুরগী জবাই করার সময় আল্লাহু আকবার বলা এবং উত্তর-দক্ষিণ দিকে দাঁড়ানো
- মীলাদের হুকুম ও তার উৎপত্তির ইতিহাস (বিস্তারিত)
- আল্লাহ শব্দকে লম্বা করে না টানার কারণে মুক্তাদীগণের দ্বিধাগ্রস্ত