
প্রশ্ন
মদীনা শরীফ থেকে আনিত কুরআন শরীফের আয়াত খচিত গিলাফ মৃত ব্যক্তির লাশের উপর দেয়া জায়িয হবে কি-না? যদি জায়িয হয়, তাহলে দানকারী ব্যক্তি সাওয়াব পাবে কি-না?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
কুরআনের আয়াত সম্বলিত গিলাফ মৃত ব্যক্তির লাশের উপর দেয়া বা তা দিয়ে লাশ আবৃত করা জায়িয হবে না। কেননা, এর দ্বারা পবিত্র কুরআনের অবমাননা প্রকাশ পায়। তাছাড়া সামাজিকভাবেও এটাকে আদবের পরিপন্থী বলে ধারণা করা হয়। অনুরূপভাবে কুরআনের আয়াত সম্বলিত গিলাফ কাউকে দান করা ছাওয়াব তো দূরের কথা, বরং এতে গুণাহের প্রবল আশংকা রয়েছে। কেননা, এর দ্বারা একটি নাজায়িয কাজে সহযোগিতা করা হচ্ছে। আর এ সম্পর্কে পবিত্র কুরআনে সুস্পষ্ট বর্ণনা রয়েছে যে, “তোমরা সৎ কাজে ও আল্লাহ ভীতির কাজে একে অপরের সহযোগিতা কর। আর পাপকার্য ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অপরের সহযোগিতা করো না”। অতএব, এরূপ দানের দ্বারা সাওয়াবের আশা করা বৃথা।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া আলমগীরী, খন্ড: ৫, পৃষ্ঠা: ৩২৩
- কানযুল উম্মাল, খন্ড: ২, পৃষ্ঠা: ৩২৮
- ইমদাদুল ফাতাওয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ৬২২
- ফাতাওয়া মাহমুদিয়া, খন্ড: ২, পৃষ্ঠা: ৪০১
- সূরা: হজ্জ, আয়াত: ৩২
- সূরা: মায়িদাহ, আয়াত: ২
আনুষঙ্গিক ফতোয়া
- ঋতুস্রাব চলাকালে গিলাফ সহকারে কুরআন মজীদ স্পর্শ
- ওজু ছাড়া কুরআন স্পর্শ করা যায় কি না
- কুরআন দ্বারা কি পাঁচ ওয়াক্ত নামায প্রমাণিত নয়
- মোবাইল, কম্পিউটার স্ক্রীণে থাকা কুরআন কারীমের আয়াত কি অজু ছাড়া ধরা
- পড়া যায় না এমন পুরাতন কুরআন শরীফ কী করবে
- মাসিকের সময় কুরআন তিলাওয়াত করা যাবে কি না একটি দালিলিক বিশ্লেষণ
- মাসিকের সময় কোরআনের আয়াত পড়া ও লেখা
- যাকাত আদায়ের সময়ে হাতে আসা অতিরিক্ত টাকারও কি যাকাত দিতে হবে