
প্রশ্ন
কোন ধর্মঅপরাধীকে বা যেকোন ধরনের অপরাধীকে নাস্তিকের বাচ্চা, জারজ সন্তান, কুত্তার বাচ্চা ইত্যাদি ইত্যাদি অমুকের বাচ্চা অমুকের বাচ্চা বলে গালি দেওয়ার বিধান কি? অনেক অনেক আলেমের মুখেও আজ এমন শুনা যায়! আমি জানতাম, একটা হাদিস এমন আছে যে- “দুইটি কুফুরী কাজ যা মুসলমানই করে থাকে; ১.কারো মৃত্যুতে বিলাপ করে ক্রন্দন করা। ২.কাউকে বংশ তুলে গালি দেওয়া। (কম/বেশি আল্লাহ মাফ করুক)
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
কারো কৃত অপরাধের কারণে তার পিতামাতা নিয়ে গালি দেয়া জায়েজ নয়। নিষিদ্ধ। চাই সে মুসলিম হোক বা অমুসলিম হোক। عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مِنَ الْكَبَائِرِ شَتْمُ الرَّجُلِ وَالِدَيْهِ» قَالُوا: يَا رَسُولَ اللهِ، وَهَلْ يَشْتِمُ الرَّجُلُ وَالِدَيْهِ؟ قَالَ: «نَعَمْ يَسُبُّ أَبَا الرَّجُلِ فَيَسُبُّ أَبَاهُ، وَيَسُبُّ أُمَّهُ فَيَسُبُّ أُمَّهُ» হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, স্বীয় পিতামাতাকে গালি দেয়া কবিরা গুনাহের অন্তর্ভূক্ত। সাহাবাগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল! কোন ব্যক্তি কি তার পিতামাতাকে গালি দিতে পারে? রাসূল সাঃ বললেন, হ্যাঁ, এভাবে দিতে পারে যে, ব্যক্তি অন্য ব্যক্তির পিতাকে গালি দিবে, আর উক্ত ব্যক্তি প্রথম ব্যক্তির পিতাকে গালি দিল। ব্যক্তি অন্য ব্যক্তির মাকে গালি দিল, তখন উক্ত ব্যক্তি প্রথম ব্যক্তির মাকে গালি দিল।(সহীহ মুসলিম, হাদীস নং-১৪৬, শরহু মাশকিলুল আসার, হাদীস নং-৮৯৯)
- والله اعلم باالصواب -
আনুষঙ্গিক ফতোয়া
- মা, বাবা, ভাই-বোন, স্ত্রীদের মাঝে সম্পদ বন্টন পদ্ধতি কি হবে
- কাকে এবং কোন আত্মীয়কে যাকাত দেয়া যাবে ও যাবে না
- “যাদের বিয়ে করা জায়েজ নেই তাদের সাথে সহবাস করা জায়েজ” এমন ফাতওয়া কি হানাফী ফিক্বহের কিতাবে এসেছে
- বিয়ের জন্য কনে দেখা
- আমি কাকে ছেড়ে থাকব আমার মা বাবাকে নাকি আমার স্ত্রী কে
- পর্দার সমস্যা হলে পিতা মাতা রাজি না হওয়া সত্বেও আলাদা হয়ে যাবে কি
- পিতা-মাতা একজন মুসলমান ও একজন কাফির হলে সন্তানের জানাযা
- বাংলাদেশে প্রচলতি বন্ধকের প্রথা জায়েজ কিনা