
প্রশ্ন
আমি পেনশনের টাকা দিয়ে হজ্জ করতে চাচ্ছি। টাকাটা উঠানোর পর তা দিয়ে জমি বন্ধক রাখতে পারছি না, আবার গরু কিনে বর্গাও দিতে পারছি না। কারণ, উভয়টাই নাকি নাজায়েয। আমি কি সংরক্ষণের জন্য টাকাটা ব্যাংকে রাখতে পারব? যদি পারা যায় তাহলে কোন্ ধরনের হিসাবে রাখা জায়েয হবে জানালে অনেক উপকার হয়।
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
হাঁ, হেফাযতের উদ্দেশ্যে ব্যাংকের সুদবিহীন কারেন্ট একাউন্টে টাকা রাখা যাবে। তবে মুনাফা ভোগের উদ্দেশ্যে সেভিংস কিংবা ফিক্স-ডিপোজিট ইত্যাদি একাউন্ট খোলা এবং তা থেকে মুনাফা ভোগ করা যাবে না। আর কোনো কারণে যদি কারেন্ট একাউন্ট খোলা সম্ভব না হয় এবং সেভিংস একাউন্ট খুলতে বাধ্য হয় তাহলে সেক্ষেত্রে ইসলামী নামের ব্যাংকগুলোতে সেভিংস একাউন্ট খোলা যেতে পারে। তবে তার থেকে প্রাপ্ত মুনাফা নিজে ভোগ না করে সাওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিতে হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- মাজাল্লাতু মাজমাইল ফিকহিল ইসলামী, খন্ড: ৯, পৃষ্ঠা: ৯৭১
- মাওসূআতু ফাতাওয়াল মুআমালাতিল মালিয়া, খন্ড: ১২, পৃষ্ঠা: ২৯
আনুষঙ্গিক ফতোয়া
- ঈদগাহে ধান-পাট শুকানো
- ছেলে ও মেয়েদের কোন অঙ্গে মেহেদি ব্যবহার করা জায়েজ
- গীবত করা কখন জায়েজ কখন নাজায়েজ
- সূদী ব্যাংকে চাকুরীজীবির বাসায় খানা খাওয়ার হুকুম কি
- ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার বিধান
- যে ধরনের মোজার উপর মাসেহ করা যায়
- হালাল পশুর কোন কোন অঙ্গ খাওয়া জায়েজ
- দেওবন্দী উলামায়ে কেরামের কাছে সকল প্রকার কাক খাওয়া জায়েজ