
প্রশ্ন
দুই ঈদের নামাযের খুৎবার সময় মুক্তাদীরা ইমামের সাথে তাকবীরে তাশরীক পড়তে পারবে কি-না? পড়া জায়িয থাকলে আস্তে না জোরে?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ইমাম সাহেব ঈদের খুৎবার পড়ার সময় অথবা খুৎবার তাকবীরে তাশরীক পড়ার সময় মুক্তাদীগণের জন্য নামায, দু‘আ-কালাম বা তাকবীরে তাশরীক আস্তে বা উচ্চঃস্বরে কোন ভাবেই পড়া জায়িয নয়। সকল মুকতাদীর জন্য চুপচাপ বসে মনোযোগ সহকারে খুৎবা শুনা ওয়াজিব।
- والله اعلم باالصواب -
সুত্র
- আদ-দুররুল মুখতার, খন্ড: ২, পৃষ্ঠা: ১৮০
- আহসানুল ফাতাওয়া, খন্ড: ৪, পৃষ্ঠা: ১১৩
আনুষঙ্গিক ফতোয়া
- ঈদের খুতবার আগে-পরে তাকবীর বলা
- ফরয নামাযের সালাম ফেরানোর পর কোনো প্রকার কথাবার্তা বলার আগেই তাকবীরে তাশরীক বলা ওয়াজিব
- ঈদের নামাযের পর তাকবীরে তাশরীক পড়া
- তাকবীরে তাশরীক তিন বার পড়া জরুরী কি-না?
- মুক্তাদীর জন্য তাশাহহুদ পড়া জরুরী কি-না ?
- তাকবীরে তাশরীক পড়ার নিয়ম
- তাকবীর দেয়ার সময় মুকাব্বিরের নিয়ত
- জুম‘আর খুৎবার সময় টাকা কালেকশন