
প্রশ্ন
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
বয়সের কারণে চুল সাদা হলে কালো কলপ ব্যবহার করা জায়েয নয়। হাদীস শরীফে আছে, হযরত জাবির ইবনে আবদুল্লাহ রা. বলেন, মক্কা বিজয়ের দিন আবু কুহাফা রা. (আবু বকর রা.-এর পিতা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আসলেন। তখন তার মাথার চুল ও দাঁড়ি ছিল ‘ছাগামা’ নামক উদ্ভিদের ফুলের মতো তীব্র সাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে বললেন, তোমার এই চুল ও দাঁড়ির শুভ্রতা কোনো কিছু দ্বারা পরিবর্তন কর। তবে তোমরা কালো কলপ ব্যবহার করা থেকে বিরত থাক। (সহীহ মুসলিম, হাদীসঃ ৫৪৬৬) অন্য হাদীসে আছে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আখেরি যামানায় কিছু লোক কবুতরের বুকের মতো কালো রংয়ের কলপ ব্যবহার করবে। তারা জান্নাতের খোশবুও পাবে না। (সুনানে আবু দাউদ, হাদীসঃ ৪২০৯) অতএব উক্ত মহিলার জন্য চুলে কালো কলপ ব্যবহার করা জায়েয নয়। তবে মেহেদী রং করতে পারবেন।
- والله اعلم باالصواب -
সুত্র
- শরহু মুসলিম, নববী, খন্ড: ১৪, পৃষ্ঠা: ৮০
- তাকমিলা, ফাতহুল মুলহিম, খন্ড: ৪, পৃষ্ঠা: ১৪৯
- মিরকাতুল মাফাতীহ, খন্ড: ৮, পৃষ্ঠা: ২৯৪
- রদ্দুল মুহতার, খন্ড: ৬, পৃষ্ঠা: ৭৫৬
- আলমুগনী, খন্ড: ১, পৃষ্ঠা: ১২৭
আনুষঙ্গিক ফতোয়া
- দাঁতে স্বর্ণের ক্যাপ ব্যবহার করা
- অফিসের জিনিসপত্র ব্যক্তিগত কাজে ব্যবহার করার হুকুম কি
- ইমামের জন্য দাঁড়িতে খেজাব লাগানো
- কুরবানী ওয়াজিব হওয়ার শর্তাবলী ও চামড়ার হুকুম
- হায়েয-নেফাস অবস্থায় নেইল পালিশ ইত্যাদি ব্যবহার করা
- কবরের উপর কাঠের তক্তা ব্যবহার করা
- অনুমতি ব্যতীত কারো কম্পিউটার থেকে ফাইল কপি করা
- এক ভন্ড পীরের উদ্ভট বিশ্বাসের জবাব