
প্রশ্ন
সূরা ফাতিহার পর কমপক্ষে বড় এক আয়াত অথবা ছোট তিন আয়াত পাঠ করা ওয়াজিব। প্রশ্ন হচ্ছে, এই ছোট তিন আয়াতের পরিমাণ কতটুকু? এবং তারাবীহ নামাযের কোন রাকা’আতে সূরা ফাতিহার পর مُدْهَامَّتَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ এতটুকু পড়ার দ্বারা নামায সহীহ হবে কিনা?
উত্তর
- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -
ছোট তিন আয়াতের হদ বা পরিমাণ হল- ثم نظر، ثم عبس وبسر، ثم أدبر واستكبر অথবা এর সমমানের ত্রিশ হরফ বিশিষ্ট এক বা একাধিক আয়াত। সুতরাং কেউ যদি তারাবীহ নামাযে সূরা ফাতিহার পর প্রশ্নে বর্ণিত আয়াতদ্বয় পাঠ করে রুকূতে যায়, তাহলে নিঃসন্দেহে তার নামায সহীহ হয়ে যাবে। কেননা, উক্ত আয়াতদ্বয়ে ত্রিশটি অক্ষর রয়েছে। উল্লেখ্য যে, কোন ফরয নামাযে সূরা ফাতিহার পর কেবলমাত্র مُدْهَامَّتَانِ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ পরিমাণ পাঠ করে রুকূতে গেলে যদিও ওয়াজিব আদায় হয়ে যাবে কিন্তু মাসনূন কিরাআত পরিত্যাগ করার কারণে নামায মাকরূহে তানযীহী হবে।
- والله اعلم باالصواب -
সুত্র
- ফাতাওয়া দারুল উলূম, খন্ড: ২, পৃষ্ঠা: ২২০
- দুররে মুখতার, খন্ড: ১, পৃষ্ঠা: ৪৫৬
আনুষঙ্গিক ফতোয়া
- নামাজ শুদ্ধ হওয়ার জন্য কেরাতের পরিমাণ
- নামাযে তিন তাসবীহ পরিমান সময় চুপ থাকা
- হালাল হওয়ার জন্য মহিলাদের চুল কাটার পরিমান
- সূরা জাসিয়ার ২৩ নং আয়াতের ব্যাখ্যা এবং শিরকের প্রকারভেদ প্রসঙ্গে
- হযরত উসমান গনী রা.-এর শাহাদাত বরণ
- কসমের কাফফারার রোযা কি লাগাতার রাখা জরুরী
- মহিলাদের জন্য পুরুষের পোশাক পরিধান করার হুকুম কি
- হায়েয-নেফাসের সময় বিভিন্ন দু‘আ কালাম পড়া